বিয়ের পর প্রথম দোল, স্বামীর পায়ে আবির দিয়ে রঙ খেলায় মাতলেন মৌনী

বিয়ের পর প্রথম দোল। স্মৃতি তৈরি হল বিশুদ্ধ বলিউডি কায়দায়

March 18, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বিয়ের পর প্রথম দোল। স্মৃতি তৈরি হল বিশুদ্ধ বলিউডি কায়দায়। তৈরি করলেন মৌনী রায়।

স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে দোলের আনন্দে মাতলেন বলিউডের বাঙালি নায়িকা। লেন্সবন্দি কিছু বিশেষ মুহূর্ত বরাদ্দ থাকল অনুরাগীদের জন্য। ধবধবে সাদা কুর্তি, খোলা চুলে যেন মিলেমিশে গিয়েছে পর্দা আর বাস্তব। স্ত্রীর সঙ্গে রং মিলিয়ে সুরজও পরেছেন সাদা পাজামা-পাঞ্জাবি।

দু’হাত ভর্তি লাল, সবুজ, নীল, কমলার পরশ। সেই রং যেন জীবনের সবটুকুতে মেখে নিতে চান দু’জনে। স্বামীর পায়ে আবির দিয়ে তাঁকে প্রণামও করলেন মৌনী। ভালবেসে রং মাখালেন সুরজের দুই গালে। সংসার জীবনের প্রথম দোল জুটিতে রাঙিয়ে তুললেন নিজেদের মতো করে।

গত ২৭ জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েছেন মৌনী-সুরজ। মালয়ালী এবং বাঙালি, দুই রীতি মেনেই বিয়ে করেছেন তাঁরা। মধুচন্দ্রিমায় কাশ্মীর। পাহাড়ের কোলে ফুটেছে প্রেমের ফুল। ফিরে এসে আপাতত দু’জনেই মন দিয়েছেন ঘরগেরস্থালিতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen