মাত্র ৫ টাকায় ফুলবাগান থেকে সল্টলেক স্টেডিয়াম! জেনে নিন ইস্ট ওয়েস্ট মেট্রোর নয়া ভাড়া তালিকা
শিয়ালদহ (Sealdah Metro) থেকে ফুলবাগান (Phoolbagan Metro) যেতে বাসে কম করে আধ ঘণ্টা তো লাগবেই। কিন্তু মাত্র কয়েক মিনিটের মধ্যেই শিয়ালদহ থেকে ফুলবাগান পৌঁছে যাওয়ার প্রতীক্ষা আর কিছু দিনের। ১০ টাকার টিকিট কাটলেই শিয়লদহ থেকে ফুলবাগান (Phoolbagan metro station) সল্টলেক স্টেডিয়াম এমনকি একটু দূরে বেঙ্গল কেমিক্যলে পৌঁছে যাওয়া যাবে। সৌজন্যে ইস্ট-ওয়েস্ট মেট্রো। সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী মাসে শিয়ালদহ থেকে ফুলবাগান পর্যন্ত চালু হতে চলেছে বর্ধিত যাত্রা পথ। তার আগেই প্রকাশ করা হয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রোর যাত্রী ভাড়া (East-West Metro)।
প্রকাশিত ভাড়া তালিকায় দেখা গিয়েছে, শিয়ালদহ থেকে ফুল বাগান মেট্রোর ভাড়া ১০ টাকা। এই ইস্ট ওয়েস্ট মেট্রোর সর্বনিম্ন ভাড়া অবশ্য ৫ টাকা।কিন্তু শিয়ালদহ থেকে ফুলবাগানের দুরত্ব বিবেচনা করে ভাড়া (East-West Metro fare chart) নির্ধারিত হয়েছে ১০ টাকা।
অন্যদিকে, ফুলবাগান থেকে থেকে সল্ট লেক স্টেডিয়ামে গুনতে হবে মাত্র ৫ টাকা। একইভাবে, সল্টলেক স্টেডিয়ামেও পৌঁছে যাওয়া যাবে মাত্র ৫ টাকায়। ইতিমধ্যে সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুল বাগান পর্যন্ত চালু হয়ে গিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রা। রেল লাইনে কিছু কাজ বাকি ছিল।অনেকটাই সম্পূর্ণ হয়ে গিয়েছে। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। ভাড়া তালিকা প্রকাশও করা হয়ে গেল। বলাই যায় শিয়ালদহ থেকে ইস্ট ওয়েস্ট থেকে চাকা ঘোরার কাউন্ট ডাউন শুরু।