খেলা বিভাগে ফিরে যান

অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে কেমন পারফরম্যান্স ভারতীয়দের? জেনে নিন

March 20, 2022 | < 1 min read

শনিবার অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মালয়েশিয়ার লি-জি-জিয়ার মুখোমুখি হয়েছিলেন ভারতের তরুণ প্রতিভাবান শাটলার তথা বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী ২০ বছরের তরুণ লক্ষ্য সেন। সেই ম্যাচ জিতে অল ইংল্যান্ডের ফাইনালে যান লক্ষ্য। ২১ বছর বাদে ভারতে অল ইংল্যান্ডের শিরোপা ফিরিয়ে আনার আশা নতুন করে দেখাচ্ছেন তিনি।

১৯৪৭ সালে প্রথমবার অল ইংল্যান্ড ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন প্রকাশ নাথ। এরপর ১৯৮০ ও ১৯৮১ সালে পরপর দু’বার এই প্রতিযোগিতা জিতেছিলেন প্রকাশ পাডুকোন। শেষ বার ২০০১ সালে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের খেতাব ভারতে নিয়ে আসেন পুলেল্লা গোপীচাঁদ।

প্রকাশ নাথ, প্রকাশ পাডুকোন, পুলেল্লা গোপীচাঁদ ফাইনাল জিতলেও, সাইনা নেহওয়াল কিন্তু ক্যারোলিনা মারিনের কাছে ফাইনালে হেরে গিয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#badminton, #Prakash Padukone, #Pullela Gopichand

আরো দেখুন