গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৪৫, ফের মৃত্যুশূন্য বাংলা

সুস্থতার হার ৯৮.৯০ শতাংশ

March 20, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

বাংলার করোনা গ্রাফ প্রতিদিনই স্বস্তি দিচ্ছে রাজ্যবাসীকে। আগের দিনের মতোই গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন পঞ্চাশেরও কম। একদিনে নতুন করে সংক্রমিত ৪৫ জন। মৃতের সংখ্যা শূন্য। সুস্থতার হার ৯৮.৯০ শতাংশ। 

২০২০ সালের মার্চে করোনা (Coronavirus) থাবা বসিয়েছিল বাংলায়। লাফিয়ে বেড়েছিল সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘরবন্দি হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। বাংলার ছবিটাও একই ছিল। পরবর্তীতে পরিস্থিতি খানিকটা আয়ত্তে আসতে ফের জনজীবন স্বাভাবিক হতেই বেড়েছে সংক্রমণ। তবে বারংবার কড়াভাবে পরিস্থিতি মোকাবিলা করেছে রাজ্য সরকার। সেই কারণেই তৃতীয় ঢেউ কাটিয়ে অতি দ্রুত গতিতে সুস্থ হয়ে উঠেছে বাংলা। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৫ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ১৬ হাজার ৮১৫ জন। পজিটিভিটি রেট ০.৪৬ শতাংশ। 

স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুহীন বাংলা। এখনও পর্যন্ত রাজ্যে করোনার বলি ২১,১৯৪ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১০৭। মোট করোনা জয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৪ হাজার ৭০১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৭৭২ জনের। মোট টেস্টিং ২৪, ৫৫৯, ৪৮৮।

পরিস্থিতি আয়ত্তে এলেও জোরকদমে চলছে টিকাকরণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা নিয়েছেন ১০,৪২৫ জন। ইতিমধ্যেই ৫৯ লক্ষ ৪১৬ হাজার ৫০২ জনের টিকার দুটি ডোজ নেওয়া হয়ে গিয়েছে। উল্লেখ্য, বাংলা-সহ গোটা ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নতুন করে ভয় ধরাচ্ছে চিনের কোভিড গ্রাফ। সে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত সাড়ে চার হাজারেরও বেশি। শুধু তাই নয়, এক বছরের বেশি পর ফের করোনায় প্রাণহানির খবরও সামনে এল। শেষবার গত বছর জানুয়ারি মাসে চিনে মারণ ভাইরাসে মৃত্যু হয়েছিল। সবমিলিয়ে উদ্বিগ্ন প্রশাসন। 

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen