অভিষেক ঝুকেগা নহি, পুস্পা সিনেমার স্টাইলে টুইট ঝড় অনুরাগীদের

এদিন সোশ্যায় মিডিয়ায় অভিষেকের এক ভক্ত লেখেন, “আমরা লড়ে যাব। মাথা নোয়াব না।” অপর এক নেটিজেন লেখেন, “অভিষেক যোগ্য নেতা।” আরও এক অনুরাগীর কথায়, “সমালোচনা কখনওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রুখতে পারেনি।”

March 21, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

ABJhukegaNehi সোমবার সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ওই Hashtag। দিল্লি যাওয়ার আগে হুঁশিয়ারি দিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “…শেষ দেখে ছাড়ব।” এরপরেই তাঁকে Pushpa -র সঙ্গে তুলনা করতে শুরু করেন অনুরাগীরা।

চলতি বছরেই মুক্তি পেয়েছে আল্লু অর্জুন অভিনীত ছবি পুষ্পা। ছবির সুপারহিট ডায়ালগ- “ম্যায় ঝুকেগা নহি…।” অভিষেকের সঙ্গে পুষ্পার তুলনা টেনেই এদিন ব্যাক টু ব্যাক পোস্ট করতে শুরু করেন রাজনীতিকের সমর্থকরা।

এদিন সোশ্যায় মিডিয়ায় অভিষেকের এক ভক্ত লেখেন, “আমরা লড়ে যাব। মাথা নোয়াব না।” অপর এক নেটিজেন লেখেন, “অভিষেক যোগ্য নেতা।” আরও এক অনুরাগীর কথায়, “সমালোচনা কখনওই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রুখতে পারেনি।”

দেশে BJP -র বিরুদ্ধে বারবার রুখে দাঁড়িয়েছে তৃণমূল। সর্বভারতীয় স্তরের অনেকটা দায়িত্বই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে দিয়েছেন। ত্রিপুরার বিধানসভা নির্বাচনের আগেও বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার মোদী-শাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। সোমবারও ED অফিস থেকে বেরিয়ে তিনি বলেন, “আমি অন্য মেটেরিয়াল।”

কিছুদিন আগেই কয়লা পাচারকাণ্ডে দিল্লির ED অফিসে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।সোমবারই হাজিরা দেওয়ার কথা তাঁদের। রবিবার দিল্লি যাওয়ার আগে কেন্দ্রীয় সরকারকে তোপ দাগিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ বলেন, “যাঁরা ক্ষমতায় আছেন, তাঁদের কাছে কোনওভাবেই মাথা নত করব না। মাথা নত করলে কেবলমাত্র মানুষের কাছে করব। আমি এর শেষ দেখে ছাড়ব।”

তাঁর সংযোজন, “বাংলায় হেরে গিয়েছে তাই ওদের এত গাত্রদাহ। সেই থেকেই প্রতিহিংসার বশে এই ধরণের রাজনীতি করছে। এর শেষে দেখে ছাড়ব আমি। প্রয়োজন হলে উচ্চ আদালতে যাব। কিন্তু, যাঁরা ক্ষমতায় বসে আছে, তাদের কাছে কিছুতেই মাথা নোয়াব না। একমাত্র মানুষের কাছেই মাথা নীচু করব। কলকাতাতেও তো ED-CBI দফতর রয়েছে। সেখানে তো ডাকতে পারে। আসলে বাংলার মানুষ এদের ল্যাজে-গোবরে করেছে। এদের কাছে মেরুদন্ড বিকোয়নি, তাই এদের এত গায়ে জ্বালা।”

পাশাপাশি, অভিষেক এও জানিয়েছেন যে সম্প্রতি তাঁর চোখের অপারেশন হয়েছে। ১০ দিনের জন্য তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। তা সত্ত্বেও তিনি ED দফতরে গিয়েছেন তিনি। সোমবার যখন জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে এসে অভিষেক বলেন, “আমাকে সাড়ে আট ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যাঁদের বিরুদ্ধে প্রমাণ রয়েছে। তাঁদের বিরুদ্ধে ED-CBI কী করেছে? আজ আমি তৃণমূল কংগ্রেস করি বলে আমি চোর। যাঁরা BJP করে, তাঁরা সাধু। BJP জোর করে মাথা নত করানোর চেষ্টা করছে। এই ধাপ্পাবাজি বেশিদিন চলতে পারে না।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen