এবার টাকা পাঠানো যাবে WhatsApp-এ
বড়সড় ফিচার্স নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছে WhatsApp। এবার টাকাও পাঠানো যাবে WhatsApp-এ। ঠিক যে ভাবে WhatsApp-এ ছবি, ভিডিয়ো পাঠানো যায়, এবার সে ভাবে টাকাও পাঠানো সম্ভব হবে। Facebook-এর তরফে এ দিন জানানো হয়েছে, প্রাথমিক ভাবে WhatsApp Payment ফিচারটি আপাতত ব্রাজিলেই লঞ্চ হয়েছে। পরবর্তীতে তা অন্যান্য দেশেও যোগ করা হবে। ইতিমধ্যেই ভারতে বেটা টেস্টিংও (Beta Testing) হয়ে গিয়েছে।
আপাতত এই ফিচার্স কাজ করবে Facebook Pay-র মাধ্যমে। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই Facebook Pay, Facebook-এর যাবতীয় অ্যাপ্লিকেশনে ট্রানজাকশনের জন্য চলে আসবে। পাশাপাশিই সংস্থা এ দিন আরও জানিয়েছে, ব্রাজিলই বিশ্বের প্রথম দেশ যেখানে WhatsApp-এর এই পেমেন্ট ফিচার্স খুবই বড় মাত্রায় চালু করা হয়েছে।
সংস্থার সিইও মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg) Facebook-এই একটি পোস্টের মাধ্যমে বলছেন, ‘আজ আমরা ব্রাজিলের ব্যবহারকারীদের জন্য WhatsApp Payment লঞ্চ করতে চলেছি। ছবি শেয়ার করার মতোই আমরা এবার WhatsApp-এ টাকা পাঠানোর বিষয়টাও সহজতর করতে চাইছি।’
সেই Facebook পোস্টে মার্ক আরও লিখছেন, ‘এই WhatsApp Payment লঞ্চ করার ফলে এবার মাঝারি ও ছোট ব্যবসায়ীরা সরাসরি WhatsApp-এর মাধ্যমেই জিনিসপত্র কেনাবেচা করতে পারবেন। WhatsApp Payment-এর জন্য Facebook Pay তৈরি করা হচ্ছে, যা Facebook-এর সমস্ত অ্যাপ্লিকেশনের জন্য সুরক্ষিত এবং নিরাপদ একটি পেমেন্ট ব্যবস্থা হবে।
ভারতেও WhatsApp Payment চালু করার জন্য বিগত কিছুদিন ধরেই কথা চলছে। চলছে বিস্তর জল্পনাও। সংস্থার তরফে জানা গিয়েছে যে, ইতিমধ্যে এ দেশে খুব সফল ভাবে এই WhatsApp Payment-এর টেস্টিংও হয়েছে। ভারতের তরফ থেকে এখনও অবধি কোনও সবুজ সংকেত না পাওয়া গেলেও, খুবই দ্রুত WhatsApp Payment ফিচারটি ভারতে শুরু হয়ে যাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
গত বছরই ভারতে এসেছিলেন WhatsApp-এর ভাইস প্রেসিডেন্ট উইল কেথকার্ট (Will Cathcart)। তিনি জানিয়েছেন যে, ভারতে WhatsApp Payment চালু করার জন্য সরকারের সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়ে গিয়েছে। সঙ্গে তিনি এ-ও জানিয়েছেন যে, অনুমোদনও মিলেছে সরকারের তরফে এবং খুব শিগগিরই ভারতে লঞ্চ করা হবে WhatsApp Payment। কিন্তু দিনক্ষণ অনুসারে ঠিক কবে থেকে এই অভিনব পেমেন্ট ব্যবস্থা ভারতে শুরু হতে চলেছে, সে বিষয়ে কিছুই জানা যায়নি।