প্রযুক্তি বিভাগে ফিরে যান

বিনামূল্যে এই পরিষেবা দেওয়া বন্ধ করছে বিএসএনএল, চিন্তায় গ্রাহকরা

March 23, 2022 | 2 min read

চলতি বছরেই শুরু হতে চলেছে BSNL 4G পরিষেবা। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের 15 অগাস্ট থেকে 4G পরিষেবা দেবে এই সংস্থাটি। BSNL-এর তরফে জানানো হয়েছিল ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে 4G SIM দেবে সংস্থাটি। কিন্তু এবার বিনামূল্যে সেই পরিষেবা দেওয়া বন্ধ করে দেবে BSNL। ৩১ মার্চ 2022 এর পর থেকে 4G SIM আর বিনামূল্যে পাবেন না ব্যবহারকারী। চলতি বছরের জানুয়ারি থেকেই এই পরিষেবা দেওয়া হচ্ছিল।

নতুন গ্রাহকদের জন্য 4G SIM বিনামূল্যে দিচ্ছে BSNL। যাঁরা MNP-র মাধ্যমে BSNL-এর গ্রাহক হয়েছেন অথবা যাঁরা নতুন SIM নিচ্ছেন তাঁদের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া হচ্ছিল। কোনও রকম অতিরিক্ত খরচ ছাড়াই নতুন সিম পাচ্ছিলেন তাঁরা। নতুন SIM পাওয়ার পর শুধুমাত্র রিচার্জ করলেই চালু হচ্ছে পরিষেবা। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী ৩১ মার্চের পর থেকে অতিরিক্ত দাম দিয়ে কিনতে হবে BSNL 4G সিম। এবং তারপর নির্দিষ্ট প্ল্যান দিয়ে রিচার্জ করার পরেই চালু হবে কানেকশন।

জেনে নিন ৩১ মার্চের আগে BSNL-এর ফ্রি সিম কীভাবে পাবেন?

BSNL কাস্টমার কেয়ার থেকে সংস্থার 4G সিম পাওয়া যাবে। এছাড়াও BSNL-এর নিজস্ব যে আউটলেটগুলি রয়েছে সেখান থেকেও পাওয়া যাবে 4G সিম। বিনামূল্যে BSNL ফ্রি সিম পাওয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করতে হবে। এক্ষেত্রে POI (Proof of Identity), POA (Proof of Address) জমা করার প্রয়োজন। তবে BSNL-কেরল সার্কেলের জন্যই শুধুমাত্র এই ফ্রি পরিষেবা চালু ছিল।

এর পাশাপাশি সম্ভবত ওই দিন থেকেই BSNL 5G (NSA) পরিষেবা চালু করবে। NSA বা নন স্ট্যান্ড অ্যালোন পরিষেবার অর্থ, 4G প্রযুক্তির সাহায্যেই 5G পরিষেবা চালু করা। অর্থাৎ BSNL-যে 4G পরিকাঠামো তৈরি করছে সেই পরিকাঠামো দিয়েই 5G পরিষেবা চালু করবে সংস্থাটি।

BSNL-এর তরফে সম্প্রতি একটি দুর্দান্ত প্ল্যান লঞ্চ করা হয়েছে। প্ল্যানের জন্য গ্রাহকদের খরচ করতে হবে 797 টাকা। এই প্ল্যানে গ্রাহকদের ফ্রি কলিং, ডেটা এবং SMS এর সুবিধা পাওয়া যাবে। BSNL-কর্নাটকের তরফে ট্যুইট ,করে এই প্ল্যানটি সম্পর্কে জানানো হয়েছে। এই প্ল্যানটির বৈধতা 1 বছর। যদিও এই ফ্রি ডেটা, কলিং এবং SMS-এর সুবিধা পাওয়া যাবে রিচার্জের প্রথম ১ মাস। এবং তারপর থেকে এই ডেটা কলিং এবং অন্য সুবিধা নেওয়ার জন্য অতিরিক্ত রিচার্জ করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#BSNL, #4G SIM

আরো দেখুন