কড়া হাতে বগটুইকাণ্ড সামলাচ্ছেন মমতা, লোকসভায় দাবি তৃণমূল সাংসদের
নিপুণভাবে বগটুইকাণ্ড সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে এমনই দাবি করলেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে রাজ্যপাল জগদীপ ধনখড়কে সরানোর দাবিও তুলেছেন।
বৃহস্পতিবার শাহের সঙ্গে সাক্ষাতের পর সুদীপ বলেন, ‘বীরভূমের রামপুরহাটের ঘটনায় পশ্চিমবঙ্গের রাজ্যপালকে সরিয়ে দিতে হবে। আমাদের সাংবিধানিক কাঠামোর বিরুদ্ধে গিয়ে কাজ করছেন তিনি। যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক কাঠামো বিপন্ন। রাজ্যপালকে যে চিঠি লিখেছেন আমাদের মুখ্যমন্ত্রী, তা আমরা (কেন্দ্রীয়) স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। নিপুণভাবে পরিস্থিতির মোকাবিলা করছেন আমাদের মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। ১৫ জন পুলিশ আধিকারিককে ছুটিতে পাঠানো হয়েছে। কোনও দোষীকে ছাড়া হবে না।’
উল্লেখ্য, গত সোমবার রাতে বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হন। তারপরেই তাণ্ডব শুরু হয় বগটুই গ্রামে। একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। জীবন্ত পুড়ে মৃত্যু হয় ১০ জনের। তবে মৃতের সংখ্যা নিয়ে বিভিন্ন দাবি করা হচ্ছে। পুলিশের দাবি, আটজন মারা গিয়েছে। প্রাথমিকভাবে দমকল দাবি করেছিল, ১০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। সরকারিভাবে মৃতের সংখ্যা অবশ্য আট দাবি করা হয়েছে। তারইমধ্যে বৃহস্পতিবার বগটুই গ্রামে যান মমতা।