কলকাতা বন্দরে জাহাজডুবি! ১৫ মিনিটেই জলের তলায় বাংলাদেশি পণ্যবাহী জাহাজ

আগামীকাল, শুক্রবার ওই ভেসেলটি বাংলাদেশের চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিত বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

March 24, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

আজ, বৃহস্পতিবার খিদিরপুর বন্দরের নেতাজি সুভাষ ডকে হঠাৎই ডুবে গেল একটি কন্টেনারবাহী ভেসেল।

চোখের নিমেষে ডুবে যায় ভেসেলটি। এই ঘটনাটি ঘটেছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের নেতাজি সুভাষ ডকের ৫ নম্বর লটে। এটি একদিনের জন্য নোঙর করা ছিল।

আগামীকাল, শুক্রবার ওই ভেসেলটি বাংলাদেশের চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিত বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর সূত্রে খবর, ডুবে যাওয়া এই পণ্যবাহী জাহাজটির নাম এমভি মেরিন ট্রাস্ট ওয়ান। আজ ৫ নম্বর লটে লোডিংয়ের কাজ শেষ হয় ভেসেলটির। কিন্তু সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ হঠাৎই সেটিতে কিছু সমস্যা দেখা দেয়। আর ডুবতে শুরু করে।

একইসঙ্গে ডুবতে থাকে ভেসেলে থাকা কন্টেনারগুলিও। মাত্র ১৫ মিনিটের মধ্যেই ভেসেলটি ডুবে যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen