২০২২শে ‘মিস ওয়ার্ল্ডে’র মুকুট উঠল কাদের মাথায়? চিনে নিন তিন সেরা সুন্দরীকে

এবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ফাইনালেও পৌঁছতে পারলেন না ভারতের মনসা বারাণসী।

March 25, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

এবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ফাইনালেও পৌঁছতে পারলেন না ভারতের মনসা বারাণসী। মিস ওয়ার্ল্ডে প্রথম হলেন পোল্যান্ডের ক্যারোলিনা বিলাস্কা। পোলিশ সুন্দরী ক্যারোলিনা ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি করছেন। তবে তাঁর ইচ্ছে আছে পিএইচডি করারও। সঙ্গে মডেল হিসেবেও কাজ করেন। মোটিভেশনাল স্পিকার হিসেবেও কাজ করার ইচ্ছে রয়েছে তাঁর। ক্যারোলিনা ভালবাসেন সাঁতার, স্কুবা ডাইভিং, টেনিস আর ব্যাডমিন্টন খেলতে।

ভারতের প্রতিনিধি মনসা এই সুন্দরী প্রতিযোগিতায় কিছু না করতে পারলেও, মিস ওয়ার্ল্ডে দ্বিতীয় স্থান ছিনিয়ে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মিস আমেরিকা শ্রী সাইনি। ৫ বছর বয়সে লুধিয়ানা ছেড়ে মা-বাবার সঙ্গে আমেরিকায় পাড়ি দেন তিনি। তবে ভারতীয় সংস্কৃতির সঙ্গে তাঁর যোগাযোগ কখনও নষ্ট হয়নি তাঁর। বলিউড নায়ক সুশান্ত সিং রাজপুতের খুব বড় ফ্যান তিনি।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় তৃতীয় স্থান পেলেন আইভরি কোস্টের ওলিভিয়া ইয়েস। এই কৃষাঙ্গ সুন্দরী মার্কেটিং ও ম্যানেজমেন্ট নিয়ে মাস্টার ডিগ্রি পড়তে চান। ওলিভিয়া ভালবাসেন গান ও নাচ। হলিউডের বিখ্যাত ছবি ‘মামা মিয়া’ তাঁর খুব প্রিয়। সুযোগ পেলে অভিনয়ও করতে চান ওলিভিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen