দেশ বিভাগে ফিরে যান

এপ্রিল মাস থেকেই ৮০০টির বেশি ওষুধের দাম বাড়তে চলেছে, নীরব মোদীর সরকার

March 26, 2022 | < 1 min read

আগামী মাস থেকেই ওষুধের দাম ১০ শতাংশের বেশি বাড়ছে। এ ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এপ্রিল মাস থেকেই ন্যাশনাল লিস্ট অব এসেন্সিয়াল মেডিসিনসের তালিকাভুক্ত ৮০০টির বেশি ওষুধের দাম ১০.৭ শতাংশ বাড়ছে। এর ফলে বিপাকে পড়বে আমজনতা। নয়া এই সিদ্ধান্তে প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিনের মতো অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-অ্যানিমিয়া, ভিটামিন সহ বহু অত্যন্ত প্রয়োজনীয় ওষুধের দাম অনেকটাই বেড়ে যাবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#price hike, #april, #modi govt, #India, #Medicines

আরো দেখুন