সাফ অনূর্ধ্ব -১৮ মেয়েদের ফুটবল খেতাব জিতে নিল ভারত
সাফ অনূর্ধ্ব -১৮ মেয়েদের ফুটবল খেতাব জিতে নিল ভারত। যদিও লিগের শেষ ম্যাচে বাংলাদেশের কাছে ০-১ গোলে হেরে গেল। হেরেও মোট গোলের তারতম্যে সাফ চ্যাম্পিয়নশিপ জিতল ভারতের মেয়েরা।
জামশেদপুরে চলছিল টুর্নামেন্টটি। লিগ ভিত্তিক এই টুর্নামেন্টে ভারতের গোলের ব্যবধান ছিল +১১। আর বাংলাদেশের ছিল: +৩। গোল করার মুন্সিয়ানা দেখিয়ে ভারত টেক্কা দিয়ে খেতাব জিতেছে। এবারের টুর্নামেন্টে ‘মূল্যবান প্লেয়ার’ আর সবচেয়ে বেশি গোলদাতা হলেন লিন্ডা কম। তিনি ৫ টি গোল করেছেন।
বাংলাদেশ শেষ গ্রুপ লিগের ম্যাচে একমাত্র গোলে ভারতকে হারিয়ে দেয় শুক্রবার। ম্যাচে কিছু ভারতের দাপট ছিল, শুরু থেকেই। খেলার ৫ মিনিটের মধ্যেই ভারতের শুভাঙ্গি গোলের সুযোগ পেয়ে গিয়েছিল। বিপক্ষের বক্সে ঢুকে সে যে শট নেয়, তা সরাসরি চলে যায় বাংলাদেশের গোলরক্ষক রুপনার দখলে। এর পর বরাত মন্দ থাকায় গোল পায়নি ভারত। ম্যাচের ৪০ মিনিটে ভারতের নিতু বিপক্ষ গোলরক্ষকের নাগাল এড়িয়ে গোলে বল ঠেলে। কিন্তু বল গিয়ে ধাক্কা লাগে পোস্টে। ফিরতি বল দখলে নিয়ে নেন বাংলার গোলরক্ষক রুপনা।
গোল হচ্ছে না দেখে, ভারতের কোচ থমাস ডেনারবাই বিরতির সময় একটি পরিবর্তন আনেন। শুভাঙ্গির বদলে মাঠে নামান পুনমকে। ম্যাচের ৬০ মিনিটে আবার গোলের সুযোগ পেয়ে যায় ভারত। সিল্কি দেবীর দূরপাল্লা শট রুখে দেয় সেই বাংলা গোলকিপার রুপনা।
ভারত গোল পেতে মরিয়া হয়ে ওঠে। মার্টিনা আর সুনীতাকে বসিয়ে মাঠে নামানো হয়, নাকেতা আর আমিশাকে।
বাংলাদেশে পাল্টা আক্রমণে এসে ৭২ মিনিটে গোল পেয়ে যায়। ভারতের রক্ষণের বাধা টপকে ঠিক বক্সের বাইরে থেকে বাংলাদেশের প্রিয়াঙ্কা জোরালো শটে গোল করে (১-০)। খেতাব না জিতলেও , চ্যাম্পিয়ন ভারতকে সরাসরি হারানোর কৃতিত্ব রয়ে যায় বাংলাদেশের কাছে।