বেড়েছে রাজ্যের মধ্যে বিমান যোগাযোগ, কেন্দ্রের থেকে পুরস্কার পেল বাংলা

কেন্দ্রের এই পুরস্কার কার্যত রাজ্য প্রশাসনকে অনেকটাই উদ্বুদ্ধ করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল

March 26, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

রাজ্যের মুকুটে আবারও একটি নতুন পালক। জানা গিয়েছে, এবার কেন্দ্রীয় অসামরিক পরিবহণ মন্ত্রকের তরফ থেকে পশ্চিমবঙ্গ সরকারকে পুরস্কার দেওয়া হল। সূত্রের খবর, রাজ্যের মধ্যে বিমান ব্যবস্থায় যোগাযোগ বাড়ানোর কারণেই কেন্দ্রের এই পুরস্কার। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, কেন্দ্রের তরফ থেকে রাজ্যকে “Most Pro-active States for implementing RCS scheme” বিভাগে পুরস্কৃত করা হয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কলকাতা বিমানবন্দরের চাপ কমানোর জন্য বিকল্প বিমানবন্দর তৈরি করার নির্দেশ দিয়েছেন। আর সেই অনুযায়ী জমি দেখাও চলছে।

পাশাপাশি রাজ্যের যে সমস্ত বিমানবন্দরগুলি বন্ধ রয়েছে, সেগুলিকেও পুনরায় চালু করার ব্যাপারে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে কেন্দ্রের এই পুরস্কার কার্যত রাজ্য প্রশাসনকে অনেকটাই উদ্বুদ্ধ করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen
দিন বাকি