কলকাতা বিভাগে ফিরে যান

মুখ্যমন্ত্রীর পরামর্শে ৯ স্টেশনের নামকরণ, অনুমোদন মেট্রো কর্তৃপক্ষের

March 27, 2022 | 2 min read

আর কয়েক দিন পরেই চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) গুরুত্বপূর্ণ ও সবচেয়ে আধুনিক স্টেশন শিয়ালদা (Sealdah)। তার কয়েক মাস পরে পর্যায়ক্রমে বিবাদী বাগ-জোকা ও গড়িয়া-বিমানবন্দর রুটেও দৌড় শুরু করবে মেট্রো।

প্রথম পর্যায়ে গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চালু হবে। দ্বিতীয় পর্যায়ে রুবি থেকে বিমানবন্দর। প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো-পথে মোট ২৪টি স্টেশন থাকবে। তার মধ্যে নিউ টাউনের বক্স ব্রিজ থেকে চিনার পার্ক পর্যন্ত সাড়ে দশ কিলোমিটারে ৯টি স্টেশনের সম্ভাব্য যে নামকরণ প্রথমে করেছিল রেলবিকাশ নিগম লিমিটেড (RVNL), তা বদলে যাচ্ছে মুখ্যমন্ত্রীর (West Bengal CHief Minister) পরামর্শে হিডকো’র তরফে নতুন নামের প্রস্তাব জমা পড়ার পরে। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) পরিকল্পিত ও হিডকো’র প্রস্তাবিত সবক’টি নামই মেনে নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

সেক্টর ফাইভ ছেড়ে বক্স ব্রিজ পার করে মেট্রো থামবে নিউ টাউন বাসস্ট্যান্ড সংলগ্ন স্টেশনে। মেট্রো কর্তৃপক্ষ নাম ভেবেছিলেন বিধাননগর (Bidhannagar)। যদিও জায়গাটি বিধাননগরে নয়। এই স্টেশনের নাম হচ্ছে নজরুলতীর্থ। এখান থেকে কয়েকশো মিটার পূর্ব দিকে নভোটেল ও প্রাইড হোটেলের মাঝে নির্মীয়মাণ স্টেশনের নাম হচ্ছে স্বপ্নভোর। এখানেই রয়েছে স্বপ্নভোর নামে সিনিয়র সিটিজেনদের পার্ক, লাইব্রেরি, ক্লাব। এর পরে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের কাছে মেট্রো স্টেশনের নাম হবে বিশ্ববাংলা ( Biswa Bangla)। এখান থেকে আলিয়া ও অ্যামেটি বিশ্ববিদ্যালয়, ইকো স্পেস, ফিনান্সিয়াল হাবে যাতায়াত সহজ হবে।

ইকো পার্কের ১ নম্বর গেটের কাছে বিবেকতীর্থের সামনের স্টেশনের নাম শিক্ষাতীর্থ দিয়েছে হিডকো। ইকোপার্কের ২ নম্বর গেটের কাছে মাদার্স ওয়াক্স মিউজিয়ামের সামনের স্টেশনের নাম হবে মাদার্স ওয়াক্স মিউজিয়াম। আকাঙ্ক্ষা মোড়ের কাছে স্টেশনের নাম হবে মঙ্গলদীপ। সিটি সেন্টার ২-এর সামনের স্টেশনের নাম প্রথম দিকে তিতুমির ভাবা হলেও পরে পাল্টে সিটি সেন্টার ২-ই রাখা হচ্ছে। চিনার পার্কে স্টেশনের নাম আরভিএনএল ভেবেছিল রবীরন্দ্রতীর্থ। যদিও মূল রবীন্দ্রতীর্থের অবস্থান সেই নারকেলবাগানে। তাই বিভ্রান্তি এড়াতে জায়গার নাম অনুসারেই এই স্টেশনটির নাম হচ্ছে চিনার পার্ক।

বাকি আটটি স্টেশনের নির্মাণকাজ ও ভায়া ডাক্টের কাজ অনেকটা এগোলেও চিনার পার্কে কাজ সে ভাবে এগোয়নি। যদিও আগের থেকে গতিতেই এখন কাজ চলছে। সহযোগিতা করছে হিডকো, এনকেডিএ, বিধাননগর সিটি পুলিশ, রাজ্য বিদ্যুৎবণ্টন সংস্থা, পূর্ত দপ্তর এবং জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। এই রুটে চিনার পার্ক ছাড়াও হলদিরামের কাছে ভিআইপি রোডে ও বিমানবন্দরেও স্টেশন হবে। হিডকো’র ম্যানেজিং ডিরেক্টর দেবাশিস সেন বলেন, ”মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো এলাকার ল্যান্ড মার্কের সঙ্গে সাযুজ্য রেখে ৯টি স্টেশনের যে নাম প্রস্তাব করা হয়েছিল, সম্প্রতি তাতে অনুমোদন দিয়েছেন মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।”

TwitterFacebookWhatsAppEmailShare

#kolkata metro

আরো দেখুন