নিজের শহরেই আক্রান্ত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ধৃত ১
হঠাৎ আক্রান্ত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার
March 27, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

হঠাৎ আক্রান্ত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আজ তাঁর নিজের জেলা বখতিয়ারপুরে বিহারের স্বাধীনতা সংগ্রামী শীলভদ্র ইয়াজিকে তিনি শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। অনুষ্ঠান চলাকালীন এক ব্যক্তি হঠাৎ তাঁকে আক্রমণ করে। পরে জানা যায়, এই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। দ্রুত তাঁকে গ্রেফতার করা হয়।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে পেছন থেকে হঠাৎ আক্রমণ করে। তবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কর্মীরা তাকে অবিলম্বে পাকড়াও করে। পুলিশি হেফাজতে তাকে নিয়ে যাওয়া হয়। এই ব্যক্তি সেখানকার স্থানীয় বাসিন্দা বলেই জানা যাচ্ছে। এই ঘটনা মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থার ত্রুটিকেই ইঙ্গিত করছে বলে, ওয়াকিবহাল মহলের ধারণা।