ছেলে বউকে নিয়ে আজমের শরিফের দরগায় প্রার্থনায় রাজ চক্রবর্তী

একদল যেমন প্রশংসা করেছেন রাজের অন্যদিকে ধর্মবিদ্বেষী লোকেরা সমালোচনা করছেন রাজ-শুভশ্রীর।

March 28, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi
মাদার সন ডুয়ো

রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় টলিউডের পাওয়ার কাপলদের অন্যতম। এমনিতেই বিধায়ক হওয়ার পর থেকেই রাজের ব্যস্ততা বেশ অনেকটাই বেড়ে গিয়েছে। সামনেই শুরু হবে শুভশ্রীর ছবির শ্যুটিং তার ফাঁকেই রাজ-শুভশ্রী উড়ে গেলেন রাজস্থানে।

সেলফিতে

রাজ শুভশ্রী ছাড়াও তাঁদের সঙ্গে গিয়েছেন অভিনেত্রী ফলক রশিদ ও তাঁর স্বামী। ছবিতে আজমের শরিফের দরগায় ফলক, শুভশ্রী ইউভান সেলফিতে ব্যস্ত।

হ্যাপি ফ্যামিলি

সাদা পাঞ্জাবীতে দেখা গেল রাজকে ইউভানের মাথায় ফেজ টুপি, সাদা সালোয়ার কামিজে দেখা গেল শুভশ্রীকে।

লেন্সবন্দি

আজমের শারিফের দরগায় গিয়ে ফুল ও চাদর চড়িয়েছেন রাজ-শুভশ্রীর সহ তাঁদের গোটা পরিবার।

মাথায় চাদর নিয়ে

সব ধর্মের প্রতি রাজ-শুভশ্রীর আস্থা দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।

আজমের শরিফের দরগা

একদল যেমন প্রশংসা করেছেন রাজের অন্যদিকে ধর্মবিদ্বেষী লোকেরা সমালোচনা করছেন রাজ-শুভশ্রীর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen