যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন
গত সপ্তাহেই আগুন লেগে গেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের আলোক বিজ্ঞান বিভাগের গবেষণাগারে। পুড়ে তছনছ হয়ে গেছিল বহু যন্ত্রপাতি, নথি। আজ, সোমবার ফের আগুন লাগল যাদবপুরেই। জ্বলে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজির ল্যাবরেটরি।
জানা গেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের উল্টোদিকেই ইন্ডিয়ান ইনস্টিটিইট অব কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)-র ক্যাম্পাস। সেখানে আজ বেলা সাড়ে বারোটা নাগাদ আগুন লেগে যায়। দাউদাউ করে ছড়িয়ে পড়ে আগুন। প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দলও। আগুন বাড়লে আরও সাতটি ইঞ্জিন পাঠানো হয়। মোট ১২টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে।
সূত্রের খবর, ভিতর থেকে সিলিন্ডার ফাটার বিকট শব্দ পাওয়া যাচ্ছে। তবে ভেতরে কেউ আটকে নেই বলেই জানা যাচ্ছে। এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে এই আগুনের জেরে।
বিস্তারিত আসছে…