রাজ্য বিভাগে ফিরে যান

মূল্যবৃদ্ধি, মোদীর শাসনে ওষ্ঠাগত জনজীবন, কেন্দ্রকে আক্রমণ অভিষেকের

March 29, 2022 | < 1 min read

বেআইনি কয়লা ও গরু পাচার তদন্তে মঙ্গলবার ফের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। দশ দিনের মধ্যে ইডি অফিসারদের সামনে হাজিরার আগে সোমবার রাতে টুইট করে ফের একবার কেন্দ্রীয় সরকার তথা নরেন্দ্র মোদীর (Narendra Modi) শাসনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এদিন টুইটে একটি ইনফোগ্রাফ দিয়েছেন অভিষেক। তাতে ডায়মন্ড হারবারের সাংসদ দেখাতে চেয়েছেন, ২০১৯-এর মার্চ থেকে ২০২২-এর মার্চ– ভোজ্যতেল, পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস, প্যারাসিটামল ওষুধের দাম কী ছিল কী হয়েছে।

ওই তালিকা টুইট করার পাশাপাশি অভিষেক লিখেছেন, “বড় বড় ভাষণ দেওয়া এই প্রতিশ্রুতি ভঙ্গকারী, জুমলাবাজ, ঘৃণার কারবারীদের ভেঙে গুঁড়িয়ে দিতে হবে।” মূল্যবৃদ্ধির প্রসঙ্গ উল্লেখ করে অভিষেক আরও লিখেছেন, “সুশাসনের নামে নরেন্দ্র মোদী জনজীবনকে ওষ্ঠাগত করে তুলেছেন।”

আগের দিনও ইডি দফতর থেকে বেরিয়ে কয়লা ও গরু নিয়ে দুর্নীতিকে হোম মিনিস্টার স্ক্যাম তথা স্বরাষ্ট্রমন্ত্রীর কেলেঙ্কারি বলে উল্লেখ করেছিলেন অভিষেক। তাঁর যুক্তি, গরু কোনও পোকামাকড় নয় যে সীমান্তের কাঁটাতার গলে চলে যাবে। আর সীমান্তের দায়িত্বে থাকে বিএসএফ। কয়লা সামলায় সিআইএসএফ। এই দুই বাহিনীই কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন। তাই একে কয়লা বা গরু দুর্নীতি না বলে হোম মিনিস্টার স্ক্যাম বলা ভাল।

রাজনৈতিক মহলের মতে, ইডি জেরার আগের দিন অভিষেক এই ধারণা তৈরি করতে চাইলেন, তাঁকে যতই এজেন্সি ডাকুক তিনি কেন্দ্র বিরোধী স্বর নামাবেন না। এবং এও দেখাতে চাইলেন, তিনি মোদী-শাহের বিরুদ্ধে সরব বলেই এজেন্সি লেলিয়ে দেওয়া হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Abhijit Banerjee, #fuel price hike, #Modi Government

আরো দেখুন