রাজ্য বিভাগে ফিরে যান

অধিবেশনের ভিডিও প্রকাশ্যে আনায় বঙ্গ বিজেপির বিরুদ্ধে নেওয়া হতে পারে কড়া পদক্ষেপ

March 29, 2022 | < 1 min read

বিধানসভার অধিবেশন চলাকালীন মোবাইল ফোনে কথা বলায় নিষেধাজ্ঞা রয়েছে। অথচ অধিবেশনের মধ্যে ভিডিয়ো তোলাই নয়, সোমবার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে বিজেপি। এই অভিযোগেই এবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনা হতে পারে বিধানসভায়।

গতকাল ছিল বিধানসভার বাজেট অধিবেশনে শেষদিন। কিন্তু শুরু থেকেই অধ্যক্ষের টেবিলের কাছে উঠে গিয়ে গোলমাল করেন বিজেপি বিধায়করা। বিমান বন্দ্যোপাধ্যায়ের টেবিল থেকে কাগজ ছিনিয়ে নিতে চান তাঁরা। এরপরেই রণক্ষেত্রের চেহারা নেয় বিধানসভা। মার্শালরা স্পিকারকে ঘিরে বলয় তৈরি করেন। অভিযোগ, তখন তাঁদের ওপর চড়াও হন বিজেপির বিধায়করা। সেই ছবি ধরা পড়েছে ভিডিয়োতে।

দেখা যাচ্ছে, মার্শালদের রীতিমতো ধাক্কাধাক্কি করা হচ্ছে। বিজেপির প্রকাশিত ভিডিয়োতেই দেখা যাচ্ছে, যে তাদের বিধায়করা বিধানসভার অধিবেশনের মধ্যে কী ধরনের ‘গুন্ডামি’ করেছেন। তবে, প্রশ্ন উঠছে কীভাবে অধিবেশনের মধ্যে মোবাইল ফোন অন করে ছবি তোলা হল? কীভাবে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় এলো? বিধানসভার আইনভাঙায় বিজেপির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারেই বলে মনে করা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Social Media, #bjp, #WB Legislative Assembly

আরো দেখুন