উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

জলপাইগুড়ি সদর হাসপাতালের প্রশাসনিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

March 30, 2022 | 2 min read

জলপাইগুড়ি সদর হাসপাতালে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। বুধবার সকালে হাসপাতালের প্রশাসনিক বিল্ডিংয়ে আগুন লাগে। আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। কালো ধোঁয়ায় ঢেকে যায় ওই বিল্ডিং এর সব ঘরগুলি। ইতিমধ্যেই জলপাইগুড়ি দমকল কেন্দ্রের থেকে তিনটি দমকলের ইঞ্জিন এসে পৌঁছেছে আগুন নিয়ন্ত্রণ করার জন্য। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি হাসপাতালে এসেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ স্বাস্থ্য দপ্তরের কর্তারা।

কীভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। তবে শর্টসার্কিট থেকেই সম্ভবত ওই বিল্ডিংয়ে আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান করা হচ্ছে। ছুটির জন্য আজ অফিস বন্ধ থাকলেও খোলা ছিল হাসপাতালের আউটডোর। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর নেই। দমকল কর্মীদের চেষ্টায় ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সূত্রের খবর জলপাইগুড়ি সদর হাসপাতালের অগ্নিনির্বাপক যন্ত্রগুলির অধিকাংশেরই মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বিষয়টির নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এর গাফিলতির প্রশ্নও উঠছে। তবে আগুন নিয়ন্ত্রণে আসার পরই পুনরায় শুরু হয়েছে আউট ডোরে রুগী দেখার কাজ।

ঘটনা প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার জানিয়েছেন, ছুটির দিন থাকায় কোনো কর্মী ওই সময় ছিলেন না দপ্তরের যে স্থানে আগুন লেগেছিল। বর্তমানে সব কিছু স্বাভাবিক রয়েছে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আগুনে কোন গুরুত্বপূর্ণ নথি ক্ষতিগ্রস্ত হয়নি বলেও জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক।

হাসপাতাল সুপার গয়ারাম নস্কর জানিয়েছেন, মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের এক অংশে আগুন লেগেছিল।

দমকলের এক আধিকারিক জানান, প্রচন্ড ধোঁয়া হচ্ছিল যার ফলে আগুন নেভাতে কিছুটা সমস্যা হচ্ছিল। তবে এখন সব ঠিক আছে। হাসপাতালের অগ্নিনির্বাপক ব্যবস্থার কাজগুলো দ্রুত শেষ করা দরকার।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্বাস্থ্য বিভাগের এক কর্মী জানালেন, সকালে কাজে এসেই দেখি ওপর তলা থেকে ধোঁয়া বেরিয়ে আসছে, এর পরেই দ্রুত দমকল এবং আমাদের উচ্চ পদস্থ অফিসারদের ফোন করে জানাই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jalpaiguri Sadar hospital, #Fire

আরো দেখুন