রাজ্য বিভাগে ফিরে যান

দিল্লি, জয়পুরকে পিছনে ফেলে মার্চেই বাঁকুড়ার তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘরে

March 30, 2022 | 2 min read

রোদে পুড়ছে লালমাটির জেলা বাঁকুড়া (Weather Update Bankura)। দিল্লি, জয়পুরকে পিছনে ফেলে মার্চেই জেলার তাপমাত্রা (Weather Temperature)  পৌঁছে গেল ৪০ ডিগ্রির ঘরে। এর মাঝেই জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তাপপ্রবাহের সতর্কবার্তা বেশকিছু রাজ্যেও। দিল্লিসহ হরিয়ানা, রাজস্থান, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও ওড়িশাতেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।

মঙ্গলবার বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি। মার্চ মাসে যদি এই তাপমাত্রা হয়, তাহলে এপ্রিল-মে মাসে জেলার পারদ কোথায় পৌঁছাবে তা নিয়ে চিন্তিত জেলাবাসী। বুধবার সকালে আকাশে ঘন মেঘ দেখা গেলেও বেলা বাড়তেই বাড়াল রোদের উত্তাপ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের পশ্চিমের জেলায় তাপপ্রবাহে সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা আরও বাড়বে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের তিন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। গরমের সঙ্গে জলীয়বাষ্প বাড়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

কলকাতায় সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ছিল। সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি। মঙ্গলবার শহরের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৫.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ।

দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের। বৃহস্পতিবার থেকে তাপপ্রবাহ শুরু হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা বাড়বে আগামী কয়েকদিন। তবে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা।

অন্যদিকে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বৃষ্টি। আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম।

এছাড়া, তাপপ্রবাহের সতর্কবার্তা বেশকিছু রাজ্যে। আগামী ২৪ ঘণ্টায় তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে দিল্লিসহ হরিয়ানা, রাজস্থান, জম্মু-কাশ্মীর ও হিমাচলে। সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, মহারাষ্ট্রে ২ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা। ১ এপ্রিল ঝাড়খণ্ড ও ওড়িশাতেও তাপপ্রবাহের সতর্কবার্তা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bankura, #Summer, #Weather conditions, #West Bengal

আরো দেখুন