দশ দিনে টানা ৯ বার বাড়ল দাম জ্বালানির দাম! নাজেহাল সাধারণ মানুষ
লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় কেন্দ্র সরকারের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছেন আপামর জনগণ।
March 31, 2022
|
< 1 min read
Published by: Drishti Bhongi

ফের বাড়ল জ্বালানির দাম। দশ দিনে নয়বার বৃদ্ধি পেল পেট্রোল-ডিজেল এর দাম। লাগাতার পেট্রোল-ডিজেলের দাম বাড়ায় কেন্দ্র সরকারের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছেন আপামর জনগণ।
বৃহস্পতিবার কলকাতায় লিটার প্রতি ৮০ পয়সা করে বেড়েছে ডিজেলের দাম। আর ৮৩ পয়সা করে বেড়েছে পেট্রোলের দাম। যার জেরে আজ,বৃহস্পতিবার কলকাতায় এক লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১১২.১৮ টাকা এবং ডিজেলের দাম ৯৭.০২ টাকা।