দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় হাজারের নিচেই, তবে জারি মৃত্যুমিছিল
রাত পোহালেই করোনার বিধিনিষেধ থেকে মুক্ত হচ্ছে গোটা দেশ। চিন, দক্ষিণ কোরিয়া-সহ একাধিক দেশে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। তবে এর মধ্যে দেশের অবস্থা তুলনামূলক ভাল। গত ২৪ ঘণ্টায় দেশের করোনার পরিস্থিতি বড় বদল হয়নি। সংক্রমিতের সংখ্যা দেড় হাজারের নিচেই। সামান্য কমেছে মৃত্যু।
বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১ হাজার ২২৫ জন। যা গতকালের তুলনায় সামান্য কম। একই সঙ্গে দেশে কমছে অ্যাকটিভ কেস। বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে ১৪ হাজার ৩০৭। আপাতত দেশে অ্য়াকটিভ কেসের হার ০.০৩ শতাংশ।
তবে করোনা মৃত্যু অব্যাহত। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় (COVID-19) প্রাণ হারিয়েছেন ২৮ জন। যা বুধবারের তুলনায় সামান্য কম। এদিন দেশে কোভিডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২১ হাজার ১২৯ জন। মৃত্যুর হার দাঁড়িয়েছে ১.২১ শতাংশ।
এসবের মধ্যেও অবশ্য স্বস্তিজনক দেশের সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৮৯ হাজার ৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৫৯৪ জন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৪ কোটি ৬ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন প্রায় সাড়ে ২২ লক্ষ। দেশজুড়ে চলছে ১২ থেকে ১৪ বছর বয়সিদের টিকাকরণ। বুস্টার ডোজ পাচ্ছে ষাটোর্ধ্বরাও।