চিনে নিন ভারতের এই রুপান্তরকামীদের, যারা ভেঙেছেন সমাজের শৃঙ্খল
আজ রুপান্তরকামী দৃশ্যমানতা দিবস। ভাবুন তো যখন আপনার যৌনতার জন্য আপনাকে ক্রমাগত অবজ্ঞা করা হয় তখন বিশ্বের সামনে রুখে দাঁড়ানোটা কি খুব সহজ হয়! প্রায় প্রত্যেক রুপান্তরকামীকেই সমাজের কুরুচিকর আচরণের মধ্যে দিয়ে যেতে হয় রোজ। তাদের জীবনকে আরও উন্নত করতে এবং নিজেদের পরিচয়কে সমাজে প্রতিষ্ঠিত করতে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়।
একজন রুপান্তরকামীর জীবন সহজ নয়। কারণ তাদের ‘সাধারণদের’ জগতে গ্রহণযোগ্য হওয়ার জন্য অনেক বেশি উদ্যোগ নিতে হয়। কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করেছেন সত্যশ্রী শর্মিলা, মানবী বন্দ্যোপাধ্যায়রা। সব প্রতিকূলতাকে তুচ্ছ করে এই প্রথমারা সমাজে নিজেদের অবস্থানকে দৃঢ় করেছেন।
চলুন চিনে নেওয়া যাক এমনই কিছু প্রথমাদের, যারা সমাজের চিরাচরিত ধ্যান ধারণাকে বদলে দিয়েছেনঃ
সত্যশ্রী শর্মিলা- ভারতের প্রথম রুপান্তরকামী আইনিজীবী
সত্যশ্রী শর্মিলা (৩৬) সম্প্রতি ভারতের প্রথম রুপান্তরকামী আইনজীবী হয়েছেন। চিরাচরিত ধারণাকে পিছনে ফেলে, আইনের পথ অনুসরণ করে উদাহরণ সৃষ্টি করেছেন। যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই সবাই করতে পারে। তামিলনাড়ুর মতো রাজ্য যেখানে স্বাক্ষরতা নজির গড়েছে সেখানকার বাসিন্দা হয়েও রুপান্তরকামী হওয়ার জন্যে তাঁকে নির্যাতনের শিকার হতে হয়েছে।
জয়িতা মন্ডল- প্রথম রুপান্তরকামী বিচারক
২০১৭ সালে মাত্র ২৯ বছর বয়সে উত্তরবঙ্গ লোক আদালতে প্রথম বিচারক হিসেবে নিযুক্ত হন জয়িতা। রুপান্তরকামী অধিকার সংস্থাগুলিতে কাজ করার সময়ই তিনি আইন নিয়ে পড়াশোনা করতে শুরু করেন।
প্রীতিকা যশিনি- প্রথম রুপান্তরকামী পুলিশ অফিসার
সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে প্রীতিকা যশিনি দেশের প্রথম রুপান্তরকামী সাব-ইন্সপেক্টর হয়েছেন। যদিও তাকে প্রথমে এক নম্বরের জন্যে ফেল ঘোষণা করা হয়েছিল। কিন্তু শারীরিক পরীক্ষায় নম্বর পূনর্মূল্যায়ন করে চাকরিটি পান তিনি।
মানবী বন্দ্যোপাধ্যায়- প্রথম রুপান্তরকামী অধ্যক্ষ
মানবী বন্দোপাধ্যায়ের কথা কে না জানে। ৭ জুন, ২০১৫-এ কৃষ্ণনগর মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। বর্তমানে, তিনি অধ্যাপক এবং ভারতের প্রথম রুপান্তরকামী যার ডক্টর অফ ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি রয়েছে।
এর আগে, তিনি বিবেকানন্দ শতবার্ষিকি মহাবিদ্যালয়ে বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে অধ্যাপনা করতেন।
মুমতাজ- প্রথম রুপান্তরকামী, যিনি ভোট লড়েছেন
মুমতাজ, একজন সমাজকর্মী। তিনিই ভারতের প্রথম রুপান্তরকামী যিনি পঞ্জাবে বহুজন সমাজ পার্টি (বিএসপি) থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুমতাজ ভুচো মান্ডি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ১১ বছরেরও বেশি সময় ধরে বিএসপি-তে রয়েছেন।
সবনম মৌসি- ভারতের প্রথম রুপান্তরকামী বিধায়ক
তৃতীয় লিঙ্গ হিসেবে জন্ম নেওয়া সবনম মৌসি জীবনে কঠিন পথ বেছে নিয়েছিলেন। তিনি মধ্যপ্রদেশের শাহদোল জেলার সোহাগপুর কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
তাকে তার পরিবার সমর্থন করেনি। তার স্কুলে যাওয়াও হয়ে ওঠেনি। কিন্তু নিজের চেষ্টায় ১২ টি ভাষা শিখেছেন।
জিয়া দাস- ভারতের প্রথম রুপান্তরকামী স্বাস্থ্যকর্মী
কলকাতার জিয়া দাস ভারতের প্রথম রুপান্তরকামী ওটি টেকনিশিয়ান। এর আগে উত্তরপ্রদেশে বন্দুকের সামনে নাচতেও হয়েছে তাকে।