উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

নামকরণের পর এবার ক্যাফে হাউস-এর থিম সং তৈরি করলেন মমতা

March 31, 2022 | < 1 min read

মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন কলকাতার কফি হাউসের মতোই দার্জিলিংয়ে তৈরি হবে একটি ‘কফি হাউস’।

নামকরণ করেন নিজেই— ‘ক্যাফে হাউস’। মুখ্যমন্ত্রীর পাহাড়-প্রীতির কথা আমরা সবাই জানি। পাহাড়ের যে কোনও উন্নতির জন্য তিনি সবসময় এগিয়ে আসেন। তেমনই হঠাৎ তাঁর মনে হয় পাহাড়ে কফি হাউসের কথা। পাশেই ছিলেন সত্যম রায়চৌধুরী। তাঁকেই বললেন, কেমন হয় এটা করলে? পাহাড়ে বসে কলকাতার কফি হাউসের আমেজ। সত্যম বলেন, ‘টেকনো ইন্ডিয়া গ্রুপ-এর হোটেল ‘দ্য রিট্রিট’-এর রুফটপে হতে পারে এই কফি শপ। বৃহস্পতিবার প্রাতর্ভ্রমণের সময় মুখ্যমন্ত্রী আসেন রিট্রিটে। আফসোস করেন মেঘে ঢাকা থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখতে না পারায়। তবে তারই মধ্যে ক্যাফে হাউসের জন্য থিম সং ঠিক করে ফেললেন। মন্ত্রী ইন্দ্রনীল সেন-কে বললেন গানটি গাইতে। নিজেও গলা মেলালেন। সঙ্গী মৌ রায়চৌধুরী এবং সত্যম রায়চৌধুরী। মেঘলা আবহাওয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও, মুখ্যমন্ত্রীর কথায় গানে গল্পে ঝলমল করে উঠেছিল রিট্রিটের পরিবেশ। সত্যম বলেন, ‘মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আগামী তিন মাসের মধ্যে গড়ে উঠবে দার্জিলিং এর বুকে ‘ক্যাফে হাউস’।

TwitterFacebookWhatsAppEmailShare

#Darjeeling, #Mamata Banerjee, #Theme song, #Cafe house

আরো দেখুন