স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তৈরি করবে স্কুল ইউনিফর্ম, কল্যাণী ব্লকে শুরু প্রশিক্ষণ
শীঘ্রই তাঁরা কাজ শুরু করবেন। প্রকল্পের কল্যাণী শাখার ডিরেক্টর দীপ চক্রবর্তী বলেন, আগামী দিনে আরও অনেকে এখান থেকে ইউনিফর্ম তৈরির প্রশিক্ষণ নেবেন।

স্কুল পড়ুয়াদের জন্য নীল-সাদা ইউনিফর্মের কথা আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলিই তা তৈরি করবে বলে জানান তিনি। সেই পোশাক বিনামূল্যে পড়ুয়াদের তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা বাস্তবায়িত করতে কল্যাণী ব্লকে শুরু হয়েছিল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ শিবির। কীভাবে ইউনিফর্ম বানাতে হবে, তারই প্রশিক্ষণ দেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার প্রথম পর্বের প্রশিক্ষণ শেষ হল। কল্যাণীর বেলা মিত্র নগরে উৎকর্ষ বাংলা প্রকল্পের কল্যাণী শাখায় এই প্রশিক্ষণ চলছিল গত ১৩ দিন ধরে। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর ৩০ জন মহিলা প্রশিক্ষণ নেন। শীঘ্রই তাঁরা কাজ শুরু করবেন। প্রকল্পের কল্যাণী শাখার ডিরেক্টর দীপ চক্রবর্তী বলেন, আগামী দিনে আরও অনেকে এখান থেকে ইউনিফর্ম তৈরির প্রশিক্ষণ নেবেন।