টিকটকে শহীদদের শ্রদ্ধাজ্ঞাপন মোদি সরকারের, সমালোচনা

সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন টিভি চ্যানেলে চলছে #বয়কট_চায়না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খোদ মোদি সরকার চীনা অ্যাপ টিকটক ব্যবহার করলো শহীদদের শ্রদ্ধা জানানোর মঞ্চ হিসেবে।

June 19, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

গত সোমবার রাতে নিয়ন্ত্রণ রেখায় ভারত ও চীনের সেনাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২০ জন ভারতীয় সেনা নিহত হন বলে সরকারি সূত্রে দাবি করা হয়েছে। এছাড়া প্রচুর জওয়ান আহত হয়েছেন। ভারতের দাবি, চীন কাঁটাওয়ালা ব্যাট দিয়ে নিরস্ত্র ভারতীয় সেনাদের আক্রমণ করে। সেই সঙ্গে ৪৩ জন চীনের সেনাও হতাহত হয়েছে। যদিও চীন সরকারিভাবে স্পষ্ট করে কিছু জানায়নি। এই ঘটনার পর থেকে দেশজুড়ে চলছে চীনা সামগ্রী বয়কটের ডাক। অনেকে তো প্রকাশ্যে চীনা কোম্পানির টিভি আছড়ে ভেঙে ফেলছেন। অন্যান্য চীনা সামগ্রীও পুড়িয়ে ফেলছেন কেউ কেউ।

সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন টিভি চ্যানেলে চলছে #বয়কট_চায়না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খোদ মোদি সরকার চীনা অ্যাপ টিকটক ব্যবহার করলো শহীদদের শ্রদ্ধা জানানোর মঞ্চ হিসেবে। ভারত সরকারের সরকারি অ্যাকাউন্ট @mygovtindia থেকে এবার টিকটিক ভিডিও পোস্ট করে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানানো হল। ওই ভিডিওতে প্রচুর লাইক, কমেন্ট, শেয়ারও হয়েছে। এতে স্বাভাবিকভাবেই বিব্রত হতে হচ্ছে চীনা সামগ্রী বয়কটের সমর্থকদের। অন্যদিকে এই ইস্যুতে ক্ষোভে ফুঁসছে নেটিজেনদের একাংশ।
http://Check out MyGov India’s video! #TikTok > https://vm.tiktok.com/JJ23hvf/

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen