রাজ্য বিভাগে ফিরে যান

বগটুই কাণ্ডে বোমা ডিজেল আনা হয়েছিল টোটো করে, সিবিআই তদন্তে প্রকাশ

April 3, 2022 | < 1 min read

রামপুরহাট গণহত্যার তদন্তে চাঞ্চল্যকর তথ্য এল সিবিআইয়ের হাতে। গোয়েন্দারা জানতে পেরেছেন, ২১ মার্চ রাতে ২টি টোটো ও ১টি মোটরসাইকেলে করে বোমা ও ডিজেল নিয়ে যাওয়া হয় বগটুই গ্রামে। শনিবার সেই টোটো ও মোটরসাইকেল পাশের গ্রাম থেকে বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। টোটো ও মোটরসাইকেলের মালিককে চিহ্নিত করার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, ২১ মার্চ রাতে ২টি টোটো ও ১টি মোটরসাইকেলে করো বোমা ও ডিজেল নিয়ে গ্রামে হাজির হয় ভাদু শেখের অনুগামীরা। সেখানে যাবতীয় জিনিসপত্র নামিয়ে পাশের গ্রামে সেগুলিকে লুকিয়ে রেখে পালায় দুষ্কৃতীরা।

খবর পেয়ে শনিবার নিহতদের পরিবারের সদস্য মিহিলাল শেখ, সেকলাল শেখকে নিয়ে ঘনটাস্থলে পৌঁছন তদন্তকারীরা। তাঁদের দিয়ে বাহনগুলিকে শনাক্ত করান। এরপর বাহনগুলির ছবি তোলেন ও নম্বর লিখে নেন।

সিবিআই সূত্রের খবর, বাহনগুলির মালিক কে জানতে তদন্ত শুরু হয়েছে। কোথা থেকে বোমা ও ডিজেল সংগ্রহ করা হল খতিয়ে দেখা হচ্ছে তাও।

TwitterFacebookWhatsAppEmailShare

#diesel, #CBI, #Rampurhat, #Bomb, #Toto, #bogtui, #Rickshaw

আরো দেখুন