রাজ্য বিভাগে ফিরে যান

বাংলায় প্রাপ্তবয়স্কদের প্রথম ডোজের টিকাকরণ প্রায় শেষের মুখে

April 3, 2022 | 2 min read

বাংলায় প্রাপ্তবয়স্কদের প্রথম ডোজের কোভিড টিকাকরণ শেষের মুখে। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী, বাংলার ২৩ জেলায় টিকা পাওয়ার কথা ৬ কোটি ৯৪ লক্ষ ১৮ হাজার ২৬০ জন ১৮ ঊর্ধ্ব নাগরিকের। শনিবার দুপুর পর্যন্ত প্রথম ডোজ পেয়েছেন প্রায় ৬ কোটি ৭০ লক্ষ মানুষ। শতকরা হিসেবে ৯৭ শতাংশ। প্রাপ্তবয়স্কদের মধ্যে দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫ কোটি ৮৮ লক্ষ ২৮ হাজার ৪৩৪ জন। সব মিলিয়ে শতকরা হিসেবে রাজ্যে ৮৫ শতাংশ টিকাকরণই সম্পূর্ণ।

প্রাপ্তবয়স্কদের টিকাকরণে রাজ্যে সেরা কারা? এব্যাপারে উঠে এসেছে ৪ জেলার নাম—কলকাতা, দার্জিলিং, পুরুলিয়া ও আলিপুরদুয়ার। ৮৫ শতাংশ মানুষ ২টি ডোজ টিকা পাওয়ায় বাংলার মানুষের মধ্যে হার্ড ইমিউনিটি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। এমনই মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে সতর্ক থাকতে এখনও মাস্কবিধি মানা উচিত বলে মনে করছেন তাঁরা। আর ছাত্রছাত্রীদের টিকাকরণ? স্বাস্থ্যভবন জানাচ্ছে, শনিবার দুপুর পর্যন্ত রাজ্যের ১৫-১৭ বছর বয়সি ৮২ শতাংশ ছেলেমেয়ে প্রথম ডোজ টিকা পেয়ে গিয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ৬৪ শতাংশ। ১২-১৪ বয়সের কিশোর-কিশোরীদের প্রায় ৬০ শতাংশ প্রথম ডোজের আওতাভুক্ত।

যদিও ঠিক কতজনের টিকা পাওয়া উচিত, তা নিয়ে কেন্দ্র-রাজ্যের মধ্যে বেশ ক’মাস ধরে ৩০ লাখেরও বেশি জনসংখ্যার ফারাক রয়েছে। কেন্দ্র বলছে, রাজ্যকে ৭ কোটি ২৬ লক্ষ ৫১ হাজার প্রাপ্তবয়স্ককে ২টি করে ডোজ টিকা দিতে হবে। সেই হিসেব অনুযায়ী, শনিবার পর্যন্ত বাংলার প্রাপ্তবয়স্কদের ৯২.১৩ শতাংশ প্রথম ডোজ পেয়েছেন। ৮১.০৫ শতাংশ পেয়েছেন দ্বিতীয় ডোজ। যদিও রাজ্যের পদস্থ স্বাস্থ্যকর্তাদের দাবি, কেন্দ্রের তথ্য মোটেই সঠিক নয়। যাচাই করতে প্রতি জেলায় সমীক্ষা করে রাজ্য। দেখা যায়, কেন্দ্রের পরিসংখ্যানমতো টিকা পাওয়ার যোগ্য প্রাপ্তবয়স্কই নেই জেলাগুলিতে। বিশেষত, যে সব জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি, সেখানকার লক্ষ লক্ষ বাসিন্দা ভিন রাজ্যে টিকা নেওয়ায় কেন্দ্রের সঙ্গে হিসেবের এই ফারাক তৈরি হয়েছে

TwitterFacebookWhatsAppEmailShare

#First Dose, #West Bengal, #corona vaccine, #vaccine

আরো দেখুন