আবারও ঘৃণা ভাষণ, দিল্লিতে হিন্দু সম্মেলনে দেদার ধর্মীয় বিদ্বেষ ছড়ালেন জ্যোতি নরসিংহনন্দ সরস্বতী
ফের ঘৃণা ভাষণ। এবার খোদ রাজধানী দিল্লিতে। রবিবার রাজধানীর বুরারি নামে এলাকায় আয়োজিত সাধু সম্মেলনে (Hindu Conference) দেদার ধর্মীয় ঘৃণা ছড়ানো হয়েছে বলে অভিযোগ। সেখানে দেশের নানা প্রান্ত থেকে প্রায় শ’দুয়েক সাধু হাজির হয়েছিলেন।
তাদের মধ্যমণি ছিলেন সেই জ্যোতি নরসিংহনন্দ সরস্বতী। তিনিই ছিলেন মুখ্য বক্তা। গত বছর ডিসেম্বরে উত্তরাখণ্ডের সাধু সম্মেলনে তাঁর বিরুদ্ধে ঘৃণা ভাষণ দেওয়ার অভিযোগ ওঠে। দীর্ঘ টালবাহানার পর দেশব্যাপী প্রতিবাদের মুখে পড়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে বাধ্য হয় ।
উত্তরাখণ্ডের মতো দিল্লির ক্ষেত্রেও পুলিশ জানিয়েছে, এই ধর্ম সম্মেলনের কোনও অনুমতি নেওয়া হয়নি। খবর পেয়ে কয়েকজন সাংবাদিক সেখানে গেলে সাধুর তাঁদের মারধর করে। সাংবাদিকরা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ধর্ম সম্মেলন থেকে অন্য ধর্মে বিশ্বাসী মানুষদের প্রতি ঘৃণা বর্ষণের পাশাপাশি হিংসায় উস্কানি দেওয়া হয়।
সাধু সম্মেলনের অসাধু আচরণ, ভাষণের পাশাপাশি প্রশ্ন উঠেছে, দিল্লি পুলিশের নজর এড়িয়ে কী করে এমন আয়োজন হতে পারল। দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ।