বিবিধ বিভাগে ফিরে যান

এনআরসির বিরুদ্ধে সরব এখন ফেলুদা, কাকাবাবুও

January 25, 2020 | < 1 min read

ছবি সৌজন্যেঃ সংবাদ প্রতিদিন

এনআরসির বিরোধিতায় এবার প্রতিবাদে সরব হলেন সত্যজিত রায়ের আইকনরাও। প্রচার শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উদ্দেশ্য জাতীয় নাগরিকপঞ্জি আইনের বিরুদ্ধে ছাত্র-যুবদের মধ্যে জনমত তৈরি করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আরও মজবুত করা।

ফেলুদার ঠোঁটে জ্বলন্ত সিগারেট – বোঝাই যাচ্ছে গভীর চিন্তায় মগ্ন হয়ে শান দিচ্ছেন মগজাস্ত্রে। আচমকা বলে উঠলেন, ‘যারা কাগজ দেখতে চাইছে তারা পার পাবে না লালমোহনবাবু।

সবুজ দ্বীপের রাজার কাকাবাবুও সরব হয়েছেন এনআরসির বিরুদ্ধে। তিনি বলেছেন, ‘শোনো রাজকুমার, যারা ধর্মের নামে মানুষ ভাগ করে কাগজ দেখতে চায়, বাঙালি তাদের ছেড়ে কথা বলবে না”।  

জয়বাবা ফেলুনাথ ছবির মগনলাল মেঘরাজ সকলেরই চেনা। ফেলুদা তার ডেরায় ঢুকতেই মগনলালের সেই প্রচ্ছন্ন হুমকি – শুধু পাল্টে দেওয়া হয়েছে শব্দগুলো – “কী ফেলুবাবু, কাগজ রেডি আছে তো? নাহলেই ডিটেনশন ক্যাম্প”।

আজ এতবছর পরেও ফেলুদা- কাকাবাবু সহ এইসব চরিত্রগুলো মানুষের কাচে সমানভাবে জনপ্রিয়। তাই সমস্যা যখন দেশের তখন কাল্পনিক দেশীয় চরিত্ররাও এখন এনআরসি নিয়ে সরব হয়েছেন। 

TwitterFacebookWhatsAppEmailShare

#NRC-CAA Protest, #Pheluda, #Kakababu

আরো দেখুন