রাম নবমী মিছিল হোক শান্তিপূর্ণ, প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ মুখ্যমন্ত্রীর
রমজান (Ramzan) মাস চলছে। আগামী রবিবার রাম নবমী (Ram Nabami)। রাম নবমী উপলক্ষ্যে এ রাজ্যেও বহু সংগঠন শোভাযাত্রার আয়োজন করে থাকে। সেই মিছিল (procession) যাতে অবাধে, অশান্তি মুক্ত পরিবেশে হতে পারে, সেই ব্যাপারে মন্ত্রিসভার সদস্যদের এবং প্রশাসনকে সতর্ক থাকতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
সূত্রের খবর, বুধবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রামনবমীর মিছিল যে করতে চায় করতে পারে। বাধা সৃষ্টি যেন না হয়। মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী সবাইকে সতর্ক থাকারও নির্দেশ দিয়েছেন।
রাম নবমীতে মিছিল এ রাজ্যে নতুন না হলেও বিগত কয়েক বছর যাবৎ এর চল বেড়েছে। হিন্দুত্ববাদী সংগঠনগুলি রাম নবমীর মিছিলের আয়োজন করছে। হালে বিজেপি (BJP) ও তৃণমূল (Trinamool) তাতে সক্রিয় হয়েছে। বিগত বছরগুলিতে অশান্তির বিক্ষিপ্ত চেষ্টা হয়। সম্ভবত সেই কারণেই মুখ্যমন্ত্রী এদিন মন্ত্রিসভার সতীর্থদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সতর্ক করেছেন পুলিশ-প্রশাসনকেও।