রাজ্য বিভাগে ফিরে যান

সারদা ও রোজভ্যালি কাণ্ডে বিশেষ আদালতে জামিন পেলেন সুদীপ্ত সেন এবং গৌতম কুণ্ডু

April 6, 2022 | < 1 min read

সাজার সর্বোচ্চ মেয়াদ পার করে ফেলেছেন। ইডির দায়ের করা সারদা মামলা থেকে মুক্তি চেয়েছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। ইডির বিশেষ আদালতে আবেদন করেছিলেন তিনি। এবার PMLA কোর্ট থেকে জামিন পেলেন সারদা কর্তা সুদীপ্ত সেন। পাশাপাশি বিশেষ আদালতের মাধ্যমে জামিন পেয়েছেন রোজ ভ্যালি কর্তা গৌতম কুণ্ডুও।

এদিকে সূত্রের খবর, ২০১৩ সালের অক্টোবর মাসে সারদা চিটফান্ড কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল সারদা কর্তা সুদীপ্ত সেনকে। এই কাণ্ডে তার বিরুদ্ধে মামলা করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টর। PMLA অ্যাক্টের ৪ নম্বর ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এদিকে সেই ধারায় সাজার সর্বোচ্চ মেয়াদ সাত বছর। এদিকে ইতিমধ্যেই ৭ বছর ১১ মাস জেলে খেটেছেন সুদীপ্ত।

এদিকে সুদীপ্ত সেন আগেই দাবি করেছিলেন, গ্রেফতার হওয়ার পরপরই তিনি জামিন পেয়েছিলেন। কিন্তু সেই সময় বন্ডের ৩০ হাজার টাকা তার কাছে ছিল না। এর জেরে তিনি জামিনের টাকা সেই সময় দিতে পারেননি। এদিকে অর্থ মকুব করে মুক্তির দাবি করেছিলেন সারদা কর্তা সুদীপ্ত সেন।

এদিকে সূত্রের খবর, সারদা কর্তা সুদীপ্ত সেন ও রোজ ভ্যালির কর্তা গৌতম কুণ্ডুকে PMLA কোর্টের মাধ্যমে জামিন দেওয়া হয়েছে। ইডি তাদের বিরুদ্ধে যে ধারায় মামলা করেছিল তার সর্বোচ্চ মেয়াদ তারা খেটেছেন। এর জেরেই তাদের মুক্তি দেওয়া হয়েছে। তবে সূত্রের খবর তাদের বিরুদ্ধে অন্যান্য মামলাও চলছে। যার জেরে তাদের জেলমুক্তির সম্ভাবনা এখনই নেই।

TwitterFacebookWhatsAppEmailShare

#goutam kundu, #Sarada Scam, #sudipto Sen, #Rosevalley

আরো দেখুন