রাজ্য বিভাগে ফিরে যান

উপনির্বাচনে থাকবে লাইভ ওয়েবকাস্টিং ও সিসিটিভির নজরদারি, জানাল কমিশন

April 7, 2022 | < 1 min read

আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা এবং  বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী ছাড়াও থাকছে লাইভ ওয়েবকাস্টিং ও সিসিটিভির নজরদারি। বালিগঞ্জে ৩০০টি বুথের সবক’টিতে লাইভ ওয়েবকাস্টিং হবে বলে জানিয়েছে কমিশন। তবে আসানসোলে ২১০২টি বুথের মধ্যে ৫১ শতাংশ বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রাখা হচ্ছে। বাকি বুথে থাকবে সিসিটিভি নজরদারি। ইন্টারনেট পরিষেবার প্রতিকূলতার জন্য আসানসোলে সমস্ত বুথে লাইভ ওয়েবকাস্টিং করা যাচ্ছে না বলে জানিয়েছেন কমিশনের এক উচ্চপদস্থ আধিকারিক। আসানসোল লোকসভা কেন্দ্রে উত্তেজনাপ্রবণ বুথের সংখ্যা ৬৮০।

বালিগঞ্জ ২৩টি বুথকে উত্তেজনাপ্রবণ হিসাবে চিহ্নিত করেছে কমিশন। আসানসোলে রাখা হচ্ছে ৪৪২ জন মাইক্রো অবজার্ভার। ৪০ জন মাইক্রো অবজার্ভার থাকছেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। এছাড়াও আসানসোলের জন্য তিনজন সাধারণ পর্যবেক্ষক, একজন পুলিস পর্যবেক্ষক এবং একজন ব্যয় পর্যবেক্ষক রাখছে কমিশন।  

TwitterFacebookWhatsAppEmailShare

#Election Commision of India

আরো দেখুন