রাজ্য বিভাগে ফিরে যান

১০০ দিনের কাজে অর্থ বরাদ্দে বঞ্চনা, বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ মোদী সরকারের

April 7, 2022 | 2 min read

একশো দিনের কাজের প্রকল্পে অব্যাহত বাংলার সাফল্য। তবে বদল নেই কেন্দ্রের অসহযোগিতার মনোভাবে। এবার প্রকল্পে শ্রমদিবস বৃদ্ধির আর্জিও ফেরাল কেন্দ্র। এই প্রস্তাব আপাতত বিবেচনা  হচ্ছে না বলে সংসদে জানিয়েছে কেন্দ্র। পারফরম্যান্সের নিরিখে একাধিকবার এই প্রকল্পে দেশে শীর্ষস্থান পেয়েছে পশ্চিমবঙ্গ। সবচেয়ে বেশি অদক্ষ শ্রমিকদের কাজ দিয়ে এবারও সবার আগে বাংলা। তা সত্ত্বেও কমেছে শ্রমদিবসের বাজেট, বরাদ্দে জুটেছে বঞ্চনা, শ্রমিকদের প্রাপ্য বকেয়াও দেয়নি কেন্দ্র। 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে, ২০২১-২০২২ আর্থিক বছরে ১ কোটি ১১ লক্ষ ১৯ হাজার ৭৬৫ জনকে কাজ দিয়ে দেশে প্রথম পশ্চিমবঙ্গ। দ্বিতীয় রাজস্থান। সেখানে কাজ পেয়েছেন ১ কোটি ৫৩ হাজার ৮৩৪ জন। তৃতীয়স্থানে মধ্যপ্রদেশ। ওই রাজ্যে কাজ পেয়েছেন ৯৫ লক্ষ ৭০ হাজার ৮০৩ জন। কাজ দেওয়ার নিরিখে প্রথম হওয়ার পাশাপাশি ওই অর্থবর্ষে মোট শ্রমদিবস তৈরিতে দেশে দ্বিতীয়স্থানে পশ্চিমবঙ্গ।

এই সাফল্য সত্ত্বেও প্রকল্পে বাংলার জন্য লেবার বাজেট তথা শ্রমদিবসের বরাদ্দ কমিয়ে দিয়েছে কেন্দ্র। গত অর্থবর্ষে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের শ্রমদিবস বরাদ্দ ছিল ২৭ কোটি। সেখানে ৩৬ কোটি ৪১ লাখ ১৮ হাজার শ্রমদিবস তৈরি হয়েছিল। তার আগের বছর রাজ্যে শ্রমদিবস তৈরি হয়েছিল ৪১ কোটি। ১ এপ্রিল থেকে শুরু ২০২২-২৩ অর্থবর্ষে লেবার বাজেট বরাদ্দ হয়েছে মাত্র ২৪ কোটি ৪২ লক্ষ ১ হাজার। যা আগের বছরগুলির তুলনায় সর্বনিম্ন। 

১০০ দিনের কাজে ধারাবাহিক সাফল্যের পরও কেন্দ্র রাজ্যকে যে বঞ্চনা করছে, তা নিয়ে বহুবারই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী পুলক রায় বলেন, ‘১০০ দিনের কাজে গত ডিসেম্বর মাস থেকে একটি টাকাও দেয়নি দিল্লি। ২০২১-২০২২ আর্থিক বছরে অদক্ষ শ্রমিকদের মজুরি সহ মোট ৫২২৮.২২ কোটি টাকা বকেয়া এখনও কেন্দ্র দেয়নি। বারবার রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে। কিন্তু, তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর উদ্যোগে সবচেয়ে বেশি অদক্ষ শ্রমিকদের কাজ দিয়ে দেশের মধ্যে আমরাই প্রথম।’

১০০ দিনের কাজের প্রকল্পে আরও বেশি লোককে কাজের সুযোগ করে দেওয়ার  উদ্যোগ নিয়েছে রাজ্য। কিন্তু মোদি সরকার তা অনুমোদন করতে চায় না বলেই অভিযোগ। অভিযোগ যে খুব একটা মিথ্যেও নয়, বুধবার সংসদে সরকারের দেওয়া জবাবেই তা অনেকটা স্পষ্ট হয়েছে। তৃণমূলের রাজ্যসভা সাংসদ জহর সরকার প্রশ্ন রেখেছিলেন,  ২৭  কোটি থেকে বাড়িয়ে ৩৫ কোটি শ্রমদিবস করার ব্যাপারে পশ্চিমবঙ্গ সরকার যে আবেদন করেছে, তার কী হল?  জবাবে গ্রামোন্নয়ন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি জানিয়েছেন, ‘মন্ত্রকের শ্রম বাজেট সংক্রান্ত এমপাওয়ারড কমিটি পশ্চিমবঙ্গের শ্রম বাজেটের প্রস্তাব আপাতত বিচার বিবেচনা করছে না।’ কিন্তু কেন করা হচ্ছে না, তার ব্যাখ্যা দেয়নি কেন্দ্র। পাশাপাশি রাজ্য জানিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বা গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পেও এখনও কিছুই বরাদ্দ করেনি গ্রামোন্নয়ন মন্ত্রক। রাস্তা তৈরির ডিপিআর পাঠালেও অনুমোদন করেনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #100 days Work

আরো দেখুন