উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

এবার শিলিগুড়িতে বসেই মিলবে বাংলাদেশের ভিসা

April 7, 2022 | 2 min read

শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের মানুষকে বাংলাদেশ যাওয়ার ভিসার জন্য আর কলকাতায় যেতে হবে না। শিলিগুড়ি থেকেই এবার উত্তরবঙ্গের মানুষ বাংলাদেশে যাওয়ার ভিসা সংগ্রহ করতে পারবেন। বুধবার শিলিগুড়ির সেভক রোডে সোনালি ব্যাঙ্ক ও একটি বেসরকারি সংস্থার উদ্যোগে চালু হল এই ভিসা প্রদান কেন্দ্র। সংস্থাটি শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের মানুষের বাংলাদেশে যাওয়ার ভিসার আবেদনপত্র সংগ্রহ করে কলকাতা থেকে ভিসা করে এনে দেবে। ৮৫০ টাকায় ১০ দিনের মধ্যে ভিসা পাওয়া যাবে বলে জানিয়েছে ওই সংস্থা। 

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশের সোনালী ব্যাঙ্ক লিমিটেডের শিলিগুড়ি শাখার মুখ্য কার্য কার্যনির্বাহী আধিকারিক রোশন জাহান। তিনি বলেন,  এখান ৭ থেকে ১০ দিনের মধ্যেই ভিসা পাওয়া যাবে। এই ভিসা আবেদন গ্রহণ কেন্দ্র চালু হওয়ার ফলে এখানকার মানুষকে আর কলকাতায় গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। এতে আর্থিক খরচ কমবে। পাশাপাশি দালালদের খপ্পর থেকে রেহাই মিলবে। 

রোশন সাহেব আরও বলেন, শিলিগুড়ির দু’টি কেন্দ্রে ভিসার আবেদন জমা দেওয়া যাবে। প্রথমটি সোনালি ব্যাঙ্কে,  দ্বিতীয়টি ইন্টারন্যাশনাল মার্কেটের দ্বিতীয়তলে বানানো ভিসা আবেদন কেন্দ্রে। এই পরিষেবা শনি ও রবিবার বাদে সোম থেকে শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ৩টে পর্যন্ত পাওয়া যাবে। সোমবার থেকে শুক্রবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। 

সবমিলিয়ে বেসরকারি উদ্যোগে এই ভিসা কেন্দ্র চালু হওয়ায় এখানকার মানুষের বাংলাদেশে যাওয়া আরও  সহজ হল। শিলিগুড়িতে বাংলাদেশ যাওয়ার ভিসার আবেদন গ্রহণ কেন্দ্র চালু হওয়ায় অনেকেই মনে করছেন এনজেপি-ঢাকা প্রস্তাবিত ট্রেন ‘মিতালি’ এক্সপ্রেস শীঘ্রই চালু হতে চলেছে। অনেকদিন ধরে  মিতালি এক্সপ্রেস চালুর ব্যাপারে দু’দেশের তরফেই উদ্যোগ নেওয়া হয়েছে। সবরকম প্রস্তুতি সাড়া হয়ে গেলেও এই ট্রেন এখনও চালু হয়নি। সম্প্রতি বাংলাদেশের রেলমন্ত্রকের তরফে  নির্দেশিকা জারি করা হয়েছিল। কোন কোন দিন কোথা থেকে কখন ট্রেন ছাড়বে তা জানিয়ে ট্রেনের ভাড়ার তালিকা তারা প্রকাশ করেছিল। কিন্তু, ভারত সরকারের তরফে এখনও মিতালি এক্সপ্রেস চালু করার ব্যাপারে কোনও সবুজ সঙ্কেত জারি করা হয়নি। 

এই ট্রেনটি চালুর জন্য এপার বাংলা, ওপার বাংলার মানুষ মুখিয়ে রয়েছে। অনেকেই আশায় ছিলেন মার্চ মাসের মধ্যেই ট্রেনটি চালু হবে বলে। সেইমতো দু’দেশের রেল আধিকারিকরা চূড়ান্ত পর্যবেক্ষণ সেরে ফেলেছিলেন। কিন্তু, তারপরও ট্রেন চালু না হওয়ায় উৎসাহী মানুষ কিছুটা হতাশ হয়ে পড়েছেন। তারই মাঝে শিলিগুড়িতে বাংলাদেশে যাওয়ার ভিসার আবেদন গ্রহণ কেন্দ্র চালু হওয়ায় অনেকে আবার নতুন করে আশায় বুক বাঁধছেন। যদিও উত্তরপূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বুধবার জানান, এখনও পর্যন্ত ভারত সরকারের তরফে মিতালি এক্সপ্রেস চালু করার ব্যাপারে কোনও নির্দেশিকা প্রকাশ হয়নি। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Bangladeshi Visa, #siliguri

আরো দেখুন