উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

প্রবল বৃষ্টিতে বাগডোগরা বিমানবন্দরের মেরামতির কাজ ক্ষতিগ্রস্ত, বন্ধ বিমান চলাচল

April 7, 2022 | < 1 min read

শিলিগুড়িতে বৃষ্টির কারণে বৃহস্পতিবার সকালে বন্ধ হয়ে গেল বাগডোগরায় বিমান চলাচল। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িসহ সংলগ্ন এলাকায় বুধবার রাত থেকে প্রবল বৃষ্টিপাত হয়। সে কারণে বাগডোগরা বিমানবন্দরের মেরামতির কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। রানওয়েতে বিমান ওঠানামা করা বিপজ্জনক হয়ে পড়ায় কর্তৃপক্ষ উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। যুদ্ধকালীন তৎপরতায় ফের মেরামতির কাজ করা হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, বেলা ১১টা থেকে বিমান চলাচল স্বাভাবিক হতে পারে।

সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত থেকে ভারী বৃষ্টি হয়েছে। যে কারণে রানওয়ে মেরামতির কাজ ক্ষতিগ্রস্ত হয়। যেখানে যেখানে ফাটল ধরেছিল, সেখানে জল ঢুকে গিয়ে বিমান ওঠানামার পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়ায়। সে কারণে সকালের দিকের সমস্ত উড়ান বাতিল করা হয়। যে বিমানগুলির বাগডোগরায় নামার কথা ছিল, সেগুলিকে কলকাতা ও অন্য জায়গায় ঘুরিয়ে দেওয়া হয়েছে। কলকাতা থেকে বাগডোগরাগামী বিমান বাতিল করা হয়।

পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুতগতিতে চেষ্টা চলছে। আশা করা হচ্ছে, বেলা ১১টার পর বিমান চলাচল স্বাভাবিক হতে পারে। বাগডোগরায় (Bagdogra Airport) রানওয়ের সংস্কারের কাজ চলছে। যে কারণে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত রানওয়েটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

এর আগে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিমান পরিষেবা (Bagdogra) চালু থাকবে। বাগডোগরা বাংলার দ্বিতীয় প্রধান বিমানবন্দর এবং রাজ্যের উত্তরাঞ্চলের একমাত্র বাণিজ্যিক বিমানবন্দর।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bagdogra Airport, #renovation

আরো দেখুন