অসাধু ব্যবসায়ীদের রেইড না করে রাজনৈতিক দলগুলোকে রেইড করছে কেন্দ্র: সোচ্চার মমতা
মূল্যবৃদ্ধি ইস্যুতে ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোপণ্য-জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ করলেন তিনি। তাঁর মতে, উত্তরপ্রদেশ সহ ৫ রাজ্যে ভোটের রিটার্ন গিফট হিসেবে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে মোদী সরকার। এই পরিস্থিতিতে রাজ্য যে চুপ করে থাকবে না, তা বুঝিয়ে মুখ্যমন্ত্রীর দাওয়াই, রাজ্যে কালোবাজারি এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে কড়া নজরদারি চলবে।
বৃহস্পতিবার নবান্নে মূল্যবৃদ্ধি ইস্যু নিয়ে বিশেষ বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। ছিলেন পুলিসের শীর্ষ কর্তারা, টাস্ক ফোর্সের ২আধিকারিকরা, রাজ্য সরকারের উচ্চপদস্থ আমলারা। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, ৩৩২ টি সুফল বাংলার আউটলেট রয়েছে রাজ্যে। এখান থেকে অনেক কম দামে বাংলার মানুষ সবজি-ফল কিনতে পারছেন। প্রয়োজনে এই সুফল বাংলার আউটলেট আরও বাড়ানো হবে বলেও আশ্বাস দিয়েছে মমতা।
মুখ্যমন্ত্রীর অভিমত, রাজ্যে অতিদ্রুত সুফল বাংলার স্টল ৫০০-র কাছাকাছি নিয়ে যেতে চায় রাজ্য। প্রয়োজনে বাজারে বা গাড়ি ভাড়া করে কম দামে জিনিসপত্র মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, বেআইনি মজুত করা যাবে না। প্রয়োজনে অভিযান চলবে। যে কোনও প্রকার মজুতদারির বিরুদ্ধে করা পদক্ষেপ করা হবে।