সর্বকালের সেরা ওয়ানডে ব়্যাঙ্কিংয়ে সচিনকেও পিছনে ফেলে দিলেন বাবর আজম!
বাবর আজমের (Babar Azam) ব্যাট কথা বলছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে বাবর আজম ৩৯০ রান করেন। তার মধ্যে রয়েছে ১৯৬ রানের ইনিংস। বাবর আজমের এই দুরন্ত ইনিংসের জন্য দ্বিতীয় টেস্ট ম্যাচ ড্র করে পাকিস্তান (Pakistan)।
টেস্টের পরে ওয়ানডে-তেও বাবর স্বপ্নের ফর্মে ছিলেন। আর তার ফলেই আইসিসি-র বিচারে সর্বকালের সেরা ওয়ানডে র্যাঙ্কিংয়ে (ICC ODI Batters rankings list) ১৫ নম্বরে পাকিস্তানের এই তারকা। কিংবদন্তি শচীন তেণ্ডুলকর (Sachin Tendulkar) গত সপ্তাহে ৮৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ছিলেন ১৫ নম্বরে। বাবর আজম ৮৯১ পয়েন্ট পেয়ে চলে আসেন ১৫ নম্বরে। শচীন নেমে গিয়েছেন ১৬ নম্বরে। ৯৩৫ পয়েন্ট পেয়ে ভিভ রিচার্ডস রয়েছেন শীর্ষে। দু’ নম্বরে রয়েছেন পাকিস্তানের জাহির আব্বাস। ৯১১ পয়েন্ট পেয়ে বিরাট কোহলি রয়েছেন ছ’ নম্বরে।
তিন ফরম্যাটেই বাবর আজম পাকিস্তানের অন্যতম ধারাবাহিক পারফরমার। ২০১৯ সালে ২০টি ওয়ানডে ইনিংসে বাবর আজম করেন ১০৯২ রান। পরের বছর অর্থাৎ ২০২০ সালে মাত্র ৩টি ওয়ানডে-তে ২২১ রান করেন বাবর। ২০২১ সালে ছ’ টি ইনিংস থেকে বাবর করেন ৪০৫ রান। চলতি বছরে এখনও পর্যন্ত তিনটি ইনিংস খেলেছেন বাবর। রান করেছেন ২৭৬।
যে ফর্মে ব্যাট করছেন বাবর আজম, তাতে পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা মনে করছেন ওয়েস্ট ইন্ডিজ, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ঝলসে উঠবে তাঁর ব্যাট। সেঞ্চুরি হাঁকাবেন। রান করবেন। আর তার ফলে আইসিসি-র বিচারে সর্বকালের সেরা ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকে পড়বেন তিনি। প্রথম দশে রয়েছেন পাকিস্তানের দু’ জন। একজন দু’ নম্বরে রয়েছেন। তিনি জাহির আব্বাস। সাত নম্বরে রয়েছেন জাভেদ মিয়াঁদাদ।