কোনা এক্সপ্রেসওয়েতে যানজট মুক্ত করতে তৎপর রাজ্য
একই হাওড়া, পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে সড়ক পথে কলকাতায় আসতে গেলেও এই রাস্তার উপরেই নির্ভর করতে হয় বহু মানুষকে৷

কোনা এক্সপ্রেস সহ হাইওয়ে যানজট মুক্ত করার জন্য বৈঠকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং রাজ্য সরকার। রাজ্য সরকারের পূর্ত দফতর, হাওড়া সিটি পুলিস এবং বিধান নগর সিটি পুলিসকে দিয়ে হাইওয়ে অথরিটি বেশ কিছু জায়গা পরিদর্শন করে। হাওড়া-লিলুয়া জয়পুর বিল এলাকা, কোনা এক্সপ্রেসওয়ে খেজুরতলা, ধুলাগড়ের করোলা এলাকায় পরিদর্শন করেন তাঁরা। যানজট মুক্ত করার জন্য 18 টি পার্কিং এলাকা চিহ্নিত করা হয়েছে এবং ডানকুনিতে ঢোকার মুখে ছয় লেনের করিডোর করা হবে। ত্রিশ মাস সময় লাগবে এই প্রকল্প সম্পূর্ণ করা হবে জানিয়েছে হাইওয়ে অথরিটি প্রজেক্ট ডাইরেক্টর ডক্টর ডি কে চৌধুরি।
কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে ১৬ নম্বর জাতীয় সড়কে পড়তে গেলে সব যানবাহনকেই কোনা এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে হয় ৷ এই রাস্তার উপরেই রয়েছে সাঁতরাগাছি রেল স্টেশন৷ ফলে বহু ট্রেনযাত্রীও নিয়মিত এই রাস্তা দিয়ে যাতায়াত করেন৷ একই হাওড়া, পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে সড়ক পথে কলকাতায় আসতে গেলেও এই রাস্তার উপরেই নির্ভর করতে হয় বহু মানুষকে৷
এই সমস্যার সমাধানেই এবার ১১৭ নম্বর জাতীয় সড়ক বা কোনা এক্সপ্রেসওয়ের সংস্কারে উদ্যোগী হল রাজ্য প্রশাসন৷ রাস্তার সংস্কার কাজ চলাকালীন কী ভাবে গাড়ি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে, যৌথ পরিদর্শনে তাও খতিয়ে দেখা হবে৷ রাস্তার উপরে পণ্যবাহী যানবাহনের পার্কিং আটকাতে অস্থায়ী পার্কিং লটও তৈরি করা হবে৷