খেলা বিভাগে ফিরে যান

করোনার প্রকোপ কমতেই শুরু হল স্কুল ক্রিকেটও, উদ্যোগে সিএবি

April 8, 2022 | < 1 min read

দুই বছর পর আবার খেলতে নামলো স্কুল ক্রিকেট দলগুলো। কোভিড -১৯ ঘরবন্দী করে ফেলেছিল ছাত্রদের। প্রকোপ কমতেই, সিএবি একের পর এক ক্রিকেট টুর্নামেন্ট শুরু করে দিয়েছে। দুইদিন আগে শুরু হয়েছে অফিস ক্রিকেট লিগ। শুক্রবার শুরু হল, মেয়র’স কাপ। এটি এখন সিএবি আন্ত: স্কুল আমন্ত্রনীমূলক ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেছে।

এদিন ইডেনে টুর্নামেন্ট উদ্বোধন করতে এসে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেছেন, এবার প্রথম দিকে থাকা ৩২ টি দলকে নিয়ে দুই বছর পর এই টুর্নামেন্ট শুরু হয়েছে। অতিমারি সংক্রান্ত নিয়ম সব উঠে গেলে, বড় মাপের টুর্নামেন্টই হবে।”গতবারের ৩২ টি স্কুল দল নিয়েই হচ্ছে, কারণ, ছোটদের স্বাস্থ্য নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি আমরা। যারা খেলতে নামছে – প্রত্যেকে কোভিড ভ্যাকসিন নিয়েছে।

সি এ বি সভাপতি বলেছেন, বাংলার ক্রিকেট সংস্থাটি স্কুল ক্রিকেটকে বেশি গুরুত্ব দিতে চায়। “বাংলার ক্রিকেটের সাপ্লাই লাইন তৈরি হয়, স্কুল পর্যায় থেকে। আমরা খুশি যে কেকেআর এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হওয়ায়। এই টুর্নামেন্টে যে সব ক্রিকেটার ভালো খেলে নজর কেড়ে নেবে, ভবিষ্যতের জন্য তাদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।”

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পার্ক – বাগান, স্পোর্টস দেখভাল করেন দেবাশিস কুমার। তিনি বিধায়কও। এই উদ্বোধনী অনুষ্ঠানে তিনিও হাজির ছিলেন। তিনি প্রসংশা করেন, সিএবি’র। বলেন, ” রাজ্য ক্রিকেট সংস্থা এই টুর্নামেন্টটি পেশাদারী মনোভাব দেখিয়ে গত কয়েক বছর ধরে চালিয়ে যাচ্ছে। প্রতি বছরই আরও বেশি স্কুল নিয়ে হচ্ছে। মাপে আর মানে বড় হয়ে চলেছে।”
প্রথম ম্যাচে অংশ নিয়েছে সেন্ট জেমস স্কুল এবং সেন্ট জেভিয়ার্স স্কুল।

TwitterFacebookWhatsAppEmailShare

#School Cricket, #CAB

আরো দেখুন