বিধানসভায় মুখ্যমন্ত্রীদের ভাষণের সংকলন প্রকাশের উদ্যোগ
স্বাধীনতা পরবর্তী সময়ে বিধানসভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রীরা কী বক্তব্য রেখেছিলেন, তার একটি সংকলন প্রকাশ হতে চলেছে। এই ঐতিহাসিক দলিল প্রকাশনার দায়িত্ব নিয়েছে খোদ বিধানসভা কর্তৃপক্ষ। উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে সদনের লাইব্রেরি কমিটি শুক্রবার ঠিক করেছে, প্রথম দফায় ১২০০ কপি ছাপানো হবে। ওই বই সংসদ সহ দেশের সমস্ত বিধানসভা, রাজ্যের তামাম বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পাঠানো হবে। কপি দেওয়া হবে জাতীয় গ্রন্থাগার এবং স্টেট সেন্ট্রাল লাইব্রেরিতে। এছাড়াও রাজ্যের সব বিধায়ক ও সাংসদকে বিনামূল্যে ওই বই দেওয়া হবে। সাধারণ মানুষ যাতে এই বই পড়তে পারেন, তারজন্য এই দলিল বিধানসভার পোর্টালে আপলোড করা হবে। আগামী ১ জুলাই ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবসে বইটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, বিধানবাবু ছাড়াও প্রফুল্ল ঘোষ, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রীদের ভাষণ ঠাঁই পাচ্ছে ওই সংকলনে।