ছবির প্রচার সক্কাল সক্কাল মেট্রো ভ্রমণে দেব-রুক্মিণী, কথা বললেন নিত্য যাত্রীদের সাথেও

ককপিটে প্লেনে প্রমোশন করেছিলেন দেব এবার তাঁর আগামী ছবি কিশমিশের প্রচারে মেট্রো সওয়ার হলেন দেব-রুক্মিনী।

April 10, 2022 | 2 min read
Published by: Drishti Bhongi

কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে রবিবাসরীয় সকালে মেট্রো চড়ে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন রওনা দিলেন দেব ও রুক্মিনী। হঠাৎ বিলাসবহুল গাড়ি ছেড়ে মেট্রো সওয়ার হওয়ার কারণ! আসলে এই সবটাই প্রচারের অংশ।  

Dev in Metro

ককপিটে প্লেনে প্রমোশন করেছিলেন দেব এবার তাঁর আগামী ছবি কিশমিশের প্রচারে মেট্রো সওয়ার হলেন দেব-রুক্মিনী। নায়ক নায়িকার পাশাপাশি এদিন মেট্রোতে হাজির ছিলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়, ডিওপি মধুরা পালিত, সংগীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়, অঞ্জনা বসু, খরাজ মুখোপাধ্যায় ও কমলেশ্বর মুখোপাধ্যায়।

Dev with Journalists

ট্রেনের দুটি কামরা বুক করেই চলছিল সাংবাদিকদের সঙ্গে ছবির টিমের জার্নি। সেখানেই পাশের কামরা থেকে তাঁদের পছন্দের তারকাকে এক ঝলক দেখতে হাজির হয় দেবের ফ্যানেরা।

Dev meets fans

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen