← বিনোদন বিভাগে ফিরে যান
ছবির প্রচার সক্কাল সক্কাল মেট্রো ভ্রমণে দেব-রুক্মিণী, কথা বললেন নিত্য যাত্রীদের সাথেও
কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে রবিবাসরীয় সকালে মেট্রো চড়ে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন রওনা দিলেন দেব ও রুক্মিনী। হঠাৎ বিলাসবহুল গাড়ি ছেড়ে মেট্রো সওয়ার হওয়ার কারণ! আসলে এই সবটাই প্রচারের অংশ।
ককপিটে প্লেনে প্রমোশন করেছিলেন দেব এবার তাঁর আগামী ছবি কিশমিশের প্রচারে মেট্রো সওয়ার হলেন দেব-রুক্মিনী। নায়ক নায়িকার পাশাপাশি এদিন মেট্রোতে হাজির ছিলেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়, ডিওপি মধুরা পালিত, সংগীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়, অঞ্জনা বসু, খরাজ মুখোপাধ্যায় ও কমলেশ্বর মুখোপাধ্যায়।
ট্রেনের দুটি কামরা বুক করেই চলছিল সাংবাদিকদের সঙ্গে ছবির টিমের জার্নি। সেখানেই পাশের কামরা থেকে তাঁদের পছন্দের তারকাকে এক ঝলক দেখতে হাজির হয় দেবের ফ্যানেরা।