করোনা আবহে রাজ্য সরকারের অভিনব উদ্যোগ, ৪ টাকায় মিলবে থ্রি প্লাই মাস্ক
ন্যায্যমূল্যের ওষুধের দোকান খুলে আম জনতাকে আগেই স্বস্তি দিয়েছিল রাজ্য সরকার৷ এবার করোনা আবহে মাত্র ৪ টাকায় থ্রি প্লাই সার্জিক্যাল মাস্ক বিক্রির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ থ্রি প্লাই সার্জিক্যাল মাস্কের পাশাপাশি একাধিকবার ব্যবহার করার মতো পপলিন মাস্কও রাজ্য সরকারের ন্যায্যমূল্যের ওষুধের দোকান মাত্র ১৭ টাকা মূল্য পাওয়া যাবে৷ এছাড়াও রয়েছে গুচ্ছ চমক৷
জানানো হয়েছে, চিকিৎসকরা সর্বোচ্চ ১০টি পিপিই ও ২৫টি মাস্ক কিনতে পারবেন৷ এর বেশি কিনতে পারবেন না তাঁরা৷ সমস্ত ন্যায্যমূল্যের দোকানদারদে পিপিই ও মাস্ক সরবরাহ সুনিশ্চিত করতেও বলা হয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকা৷
ন্যায্যমূল্যের ওষুধের দোকানে হট টেপ ও কল টেপ ফুল পিপিই বিক্রি হবে ৪৬০ টাকা ও ৪৩০ টাকায়৷ এই মর্মে ইতিমধ্যেই নির্দেশিকা প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ ন্যায্যমূল্যের ওষুধের দোকানে যাতে সুলভে মাস্ক ও পিপিই পাওয়া যায়, তার দাবি তুলেছেন চিকিৎসকরা৷ চিকিৎসক ও সাধারণ জনতার জন্য নির্দেশিকা প্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে৷ তবে, আপাতত পিপিই শুধুমাত্র চিকিৎসকরাই কিনতে পারবেন৷ সাধারণ জনতা তা কিনতে পারবে না৷