রাজ্য বিভাগে ফিরে যান

হাঁসখালির ঘটনায় বিস্ফোরক মন্তব্য মুখ্যমন্ত্রীর, অভিযুক্তের সাথে প্রেমের সম্পর্ক ছিল নির্যাতিতার?

April 11, 2022 | < 1 min read

মিলন মেলায় মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক

হাঁসখালির ঘটনা নিয়ে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ”পুলিশ এখনও তদন্ত করছে। ঘটানাটি অত্যন্ত খারাপ। গ্রেপ্তারও হয়ে গিয়েছে। কিন্তু, শুনেছি ছেলেটির সঙ্গে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল।”

একইসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”বিষয়টি খুন নাকি ধর্ষণ নাকি লাভ অ্যাফেয়ার তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। গত ৫ তারিখে ঘটনাটি ঘটেছে, সেটি জানানো হচ্ছে ১০ তারিখে। কেন? দেহ সৎকার হল কেন? তাহলে তো তথ্যপ্রমাণ পাওয়া সম্ভব নয়। এটা কি উত্তরপ্রদেশ যে আমরা লাভ জেহাদ নিয়ে আলোচনা বসাব? এটা বাংলা। গ্রেপ্তার করা হয়েছে। কোনওরকম রং না দেখেই গ্রেপ্তার করা হয়েছে।” পরিবারের লোকজন তৃণমূলের সদস্য হিসেবে অভিযোগ ওঠার ঘটনায় মুখ্যমন্ত্রী বলেন, ”কারও বাবা-দাদা যদি তৃণমূল করে আর সেই ছেলে যদি প্রেম করে তাহলে কার কী করার আছে! বাংলার রাজ্যটায় সবাই তৃণমূল। কী করবেন বলুন! তৃণমূলকে টানবার কী দরকার? তৃণমূল শুনলেই চোখে সরষে ফুল দেখছে।”

এদিনের অনুষ্ঠানে ফের একবার বাংলার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ”সারা পৃথিবীর মধ্যে বাংলা এখন এক নম্বরে। নিজেদের উপর বিশ্বাস রাখুন। MSME-তে বাংলা এক নম্বর। নিজেদের নিয়ে গর্ব করুন। ১০০ দিনের কাজেও আমরা এক নম্বর। সামাজিক সুরক্ষা প্রকল্পেও বাংলা এক নম্বরে। দেউচা পাঁচামিতে এক কোটি টাকা বিনিয়োগ হয়েছে। আগামীদিনে আরও বিনিয়োগ হবে।”

বদলে গেল মিলন মেলা প্রাঙ্গনের নাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ধাঁচে তৈরি কলকাতা মিলন মেলার নাম রাখলেন ”বিশ্ব বাংলা প্রাঙ্গন।” আধুনিক রূপে নতুন করে তৈরি করা হয়েছে কলকাতার এই মেলা প্রাঙ্গন। সোমবার সেটিরই উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Hanskhali Incident, #Mamata Banerjee

আরো দেখুন