রাজ্য বিভাগে ফিরে যান

রেল পরিষেবায় ক্ষোভ! বিষ্ণুপুরে জনরোষের মুখে বিজেপি সাংসদ

April 12, 2022 | 2 min read

ছবি সৌঃ বর্তমান 

বিষ্ণুপুর স্টেশনে শিরোমণি প্যাসেঞ্জার চালু এবং চক্রধরপুর ট্রেন থামানোর দাবিতে সোমবার বিজেপি সাংসদের কাছে ক্ষোভ উগরে দেন রেল যাত্রীরা। এদিন বিষ্ণুপুর স্টেশনে লিফ্ট উদ্বোধনে এলে সাংসদকে ঘেরাও করে ওই দাবি তুলে যাত্রীরা কার্যত বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে সাংসদ সৌমিত্র খাঁ দাবির কথা লিখিতভাবে জানানোর কথা বলেন। যদিও বেশ কয়েকজন যাত্রী তাঁর মুখের উপর বলে দেন, ‘আপনাকে একাধিকবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনও কর্ণপাত করেননি’। স্টেশনের প্ল্যাটফর্মে রেলের আধিকারিকদের সামনে ঘটা ওই ঘটনায় সৌমিত্রবাবু রীতিমতো অস্বস্তিতে পড়েন। বিষয়টি দেখছি বলে কার্যত এড়িয়ে যান। লিফ্ট উদ্বোধনের প্রসঙ্গ তুলে বাহবা কুড়োনোর চেষ্টা করেন। সৌমিত্রবাবু রেলের অফিসে চলে যেতেই যাত্রীরা বলেন, লিফ্ট হয়েছে ভালো কথা। কিন্তু, লিফ্টের চেয়েও শিরোমণি প্যাসেঞ্জার ট্রেন চালু এবং চক্রধরপুর ট্রেন বিষ্ণুপুর স্টেশনে থামানোটা বেশি গুরুত্বপূর্ণ। কোভিড পরিস্থিতির উন্নতি হলেও এখনও লোকাল ট্রেনে এক্সপ্রেসের মতো ভাড়া নেওয়া হচ্ছে। যাত্রীস্বার্থে অবিলম্বে তা কমানো প্রয়োজন। এদিন বিষ্ণুপুর স্টেশনে লিফ্ট উদ্বোধনী অনুষ্ঠানে সৌমিত্রবাবু ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণপূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনের ডিআরএম মণীশ কুমার।

সৌমিত্রবাবু বলেন, যাত্রীরা এদিন কয়েকটি ট্রেন চালু ও বিষ্ণুপুর স্টেশনে থামানোর বিষয়ে দাবি জানিয়েছেন। এবিষয়ে আমি ইতিমধ্যে রেল বোর্ডে চিঠি পাঠিয়েছি। দু’একমাসের মধ্যে তা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিআরএম বলেন, শিরোমণি প্যাসেঞ্জার ট্রেন চালুর জন্য রিজিওনাল অফিসের মাধ্যমে রেল বোর্ডের কাছে লিখিত পাঠানো হয়েছে। বোর্ডের নির্দেশ পেলেই তা চালু করা হবে। ভাড়ার বিষয়টি রেল বোর্ডই ঠিক করে। তাতে আমাদের করার কিছু নেই। ওন্দার বাসিন্দা সুদীপন পাল বলেন, শিরোমণি প্যাসেঞ্জার এই লাইনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেন। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ওই ট্রেন চালু করা হয়েছিল। সকালে ওই ট্রেনে কলকাতা গিয়ে আবার রাতে একই ট্রেনে ফেরার সুযোগ ছিল। কোভিডের সময় থেকে তা বন্ধ হয়ে যায়। আজও তা চালু হয়নি। সাংসদকে একাধিকবার এনিয়ে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু, কোনও সদুত্তর পাইনি। এদিন স্টেশনে তাঁকে দেখতে পেয়ে দাবির কথা জানিয়েছি। আমার সঙ্গে অন্যান্য যাত্রীরাও একই দাবি তোলেন। বিষ্ণুপুর স্টেশনে বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Saumitra Khan, #Bishnupur

আরো দেখুন