এনআরসিতে নাম থাকলেও আধার কার্ডে না কেন? তৃণমূলের মামলায় কেন্দ্রকে সুপ্রিম নোটিশ
April 12, 2022 | < 1min read
ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস’র (এনআরসি) তালিকায় নাম উঠে গেলেও কেন মিলছে না আধার কার্ড? কেন্দ্রের কাছে এর জবাব চেয়ে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি তথা অসমের বাসিন্দা সুস্মিতা দেবের এক আবেদনের ভিত্তিতেই সোমবার মোদী সরকারকে এই নোটিস পাঠিয়েছে আদালত। আগামী মে মাসে মামলার ফের শুনানি হবে। তার মধ্যে কেন্দ্রকে তার বক্তব্য জানাতে হবে।
২০১৯ সালের আগস্ট মাসে অসমে যে এনআরসির তালিকা প্রকাশ হয়েছে, তার মধ্যে অনেকেই আধার কার্ড পাননি। আর তা না পাওয়ায় সরকারি বিভিন্ন সুবিধা থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন বলেই দাবি। তাই তাঁদের দ্রুত আধার কার্ড দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছেন তৃণমূল এমপি। তারই শুনানিতে বিচারপতি উদয় উমেশ ললিত, এস রবীন্দ্র ভাট এবং পি এস নরসিমার বেঞ্চ কেন্দ্রের বক্তব্য জানতে চেয়েছে।