আজ সিবিআই হাজিরা নয় পার্থর, আগামীকাল অবধি স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

জেরা করা হচ্ছে নেতা–মন্ত্রীদের। এবার সেই তালিকায় নাম উঠল পার্থ চট্টোপাধ্যায়ের। আজ বিকেল সাড়ে ৫টায় তাঁকে হাজিরার নির্দেশ দিল সিবিআই।

April 12, 2022 | < 1 min read
Published by: Drishti Bhongi

আজ সিবিআই দপ্তরে হাজিরা দিতে হবে না পার্থ চট্টোপাধ্যায়কে। আগামীকাল সকাল পর্যন্ত সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের কপি যেহেতু এখনও হাইকোর্টের ওয়েব পোর্টালে আপলোড হয়নি, তাই কাল অবধি স্থগিতাদেশ।

আজই বিকেল সাড়ে ৫টায় নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একথা জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এসএসসি নিয়ে জেরার সময় প্রয়োজন মনে করলে পার্থ বাবুকে গ্রেপ্তারও করতে পারে সিবিআই। আর এই জেরা এড়ানোর জন্য কোনওভাবেই এসএসকেএম–এর উডবার্নে ভর্তি হওয়া যাবে না।

এসএসসি গ্রুপ ডি, নবম–দশম শ্রেণীর নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই তদন্তভার গিয়েছে সিবিআই–এর হাতে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen