রাজ্য বিভাগে ফিরে যান

অনুব্রতর দুটো অণ্ডকোষে জমে রয়েছে পুঁজ! আপাতত থাকতে হবে হাসপাতালে

April 12, 2022 | < 1 min read

মঙ্গলবার ফের অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) দেখলেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। জানা গিয়েছে, বীরভূম জেলা তৃণমূল (TMC) সভাপতির দুই অণ্ডকোষের অবস্থাই খারাপ। সেখানে পুঁজ জমে রয়েছে। 

সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) ফুসফুসের পরীক্ষার রিপোর্টও খুব একটা ভাল আসেনি। ফুসফুসে এখনও জল জমে রয়েছে। এমনকী, ৬ মিনিটস ওয়াক টেস্টেও ৭২ মিটারের বেশি হাঁটলেই তাঁর অক্সিজেন স্যাটুরেশন ড্রপ করছে। বীরভূম জেলা তৃণমূল (TMC) সভাপতিকে অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে। ফলে তাঁকে এখনও হাসপাতালে ভর্তি রাখার সিদ্ধান্ত নিয়েছে মেডিক্যাল বোর্ড।

গরু পাচার কাণ্ডে আগেই অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) তলব করেছে সিবিআই। এরপরই অসুস্থ হয়ে SSKM হাতপাতালে ভর্তি হন বীরভূম জেলা তৃণমূল (TMC) সভাপতি। প্রসঙ্গত, মঙ্গলবারই নানুরে অনুব্রতর আরোগ্য কামনায় শাল-চন্দন কাঠে বিশাল যজ্ঞের আয়োজন করা হয়। ১০ কেজি বেল কাঠ, ৫ কেজি শাল কাঠ, ৩ কেজি চন্দন কাঠ, ৫ কেজি ঘি ও ১০৮ টি বেল পাতা দিয়ে যজ্ঞ করা হয়। যজ্ঞে উপস্থিত ছিলেন বীরভূম জেলার পূর্ত কর্মাধ্যক্ষ কিং খান, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি প্রমুখ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Anubrata Mondal

আরো দেখুন