রাজ্য বিভাগে ফিরে যান

একটানা ৯ দিন করোনায় মৃত্যুশূন্য বাংলা, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০

April 12, 2022 | < 1 min read

দু’বছর পর করোনা আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে বাংলা। নববর্ষের আগে চেনা ভিড় দেখা মিলছে রাস্তায় রাস্তায়। সকাল-বিকেল স্কুল-কলেজের সামনে ভিড়। এমন পরিস্থিতিতে টানা ৯ দিন করোনায় মৃত্যুশূন্য রাজ্য। গত ২৪ ঘণ্টায়ও বাংলায় করোনায় মৃত্যু নেই।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের মঙ্গলবার সন্ধের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনা (Coronavirus) আক্রান্ত ২০ জন। যা সোমবার তুলনায় কিছুটা বেশি। সোমবার বাংলায় করোনা সংক্রমিত হয়েছিল ১৩ জন।  রাজ্যে এখনও পর্যন্ত করোনা পজিটিভ হয়েছেন ২০ লক্ষ ১৭ হাজার ৭১৫ জন। তার মধ্যে প্রায় ৯৯ শতাংশই করোনা মুক্ত হয়ে গিয়েছেন।

বুলেটিন বলছে, একদিনে রাজ্যে কোভিড (COVID-19) থেকে সুস্থ হয়েছেন ৩৬ জন। এখনও পর্যন্ত বাংলার ১৯ লক্ষ ৯৬ হাজার ৯৪ জন ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী। বর্তমানে সুস্থতার হার বেড়ে ৯৮.৯৩ শতাংশ। করোনার দৈনিক পজিটিভিটি রেট কমে হয়েছে ০.২০ শতাংশ। হোম আইসোলেশনে রয়েছেন ৩৮২ জন। হাসপাতালে ভরতি ৩৯ জন করোনা আক্রান্ত। এখনও পর্যন্ত এ রাজ্যে মারণ ভাইরাসের বলি ২১ হাজার ২০০ জন। 

কোভিডবিধি উঠে গেলেও সংক্রমণ রুখতে নমুনা পরীক্ষা চলছে। একদিনে ১০ হাজার ৬৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৪৮ লক্ষ ৮৯ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা হয়েছে। টেস্টিংয়ের পাশাপাশি টিকাকরণও চলছে জোরকদমে।

তবে করোনাযে সম্পূর্ণ বিদায় নেয়নি, তা বারবার মনে করিয়ে দিচ্ছে কেন্দ্র। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহারের মতো নিয়মগুলি পালনের কথা নতুন করে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই মধ্যে নয়া আতঙ্ক হয়ে উঠেছে এক্সই ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই গুজরাটে হানা দিয়েছে এই স্ট্রেন। তবে এর মধ্যে স্বস্তি দিচ্ছে কমতে থাকা মৃত্যুহার। 

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #covid 19

আরো দেখুন